Tuesday , 2 May 2023 | [bangla_date]

দিনাজপুরে মহান মে দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি ঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত, বঞ্চিত ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু সর্বপ্রথম শ্রমিকদের কল্যাণ, ন্যায্য অধিকার ও মজুরি নিশ্চিত করেছেন, শ্রমিকদের কল্যাণে বঙ্গবন্ধুই সর্বপ্রথম ১৯৭৩ সালে বাংলাদেশে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। আজকে সাংবাদিকরা নানা সুযোগ সুবিধা পাচ্ছেন। তাও বঙ্গবন্ধুর কারণে। তিনিই প্রথম সাংবাদিকদের কল্যানে “সংবাদপত্র কর্মচারী আইন“ প্রণয়ন করেন ১৯৭৪ সালে। বঙ্গবন্ধু শ্রমিকদের কল্যাণে বাংলাদেশে প্রথম মজুরী কমিশন ও শ্রম উপদেষ্টা বোর্ড গঠন করেন। তিনি বলেন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও কল্যানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন জেলায় ট্রেনিং সেন্টার, টেক্সটাইল কলেজ, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, সমবায় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও বিভিন্ন বীমা প্রতিষ্ঠা করেছেন।
হুইপ আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিক, অসহায়, দরিদ্রসহ সকল মানুষদের অধিকার নিশ্চিত করেছেন। শ্রমিকদের নুন্যতম মজুরি নির্ধারণ করেছেন। করোনাকালীন সময়ে বন্ধ থাকা কল-কারখানার শ্রমিকদের বেতন ভাতা প্রদানের জন্য ২শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। শ্রমিকরা আজ তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন। আর এগুলো সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য।
মহান মে দিবস উপলক্ষে সোমবার দিনাজপুর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে শ্রমিকদের পাশে ছিল শেখ হাসিনা সরকার। বিএনপি শুধু তামাশা করেছেন। বাস ট্রেনে আগুন দিয়ে শ্রমিক হত্যা করেছে বিএনপি-জামাত। তাদের অগ্নিসন্ত্রাসের কারনে রাজপথে অনেক শ্রমিককে জীবন দিতে হয়েছে। অমানবিক ভাবে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে শ্রমিক হত্যায় লিপ্ত ছিল তারা। বঙ্গবন্ধু কন্যা শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের বিভিন্ন ধরনের সহযোগিতায় করে তাদের পাশে ছিল শেখ হাসিনা সরকার। তাই শ্রমিকরা আজ শান্তিতে বসবাস করছেন।
তিনি বলেন, সকল ক্ষেত্রে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই অদম্য অগ্রযাত্রায় দেশের শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ জড়িয়ে আছে। হুইপ ইকবালুর রহিম মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক এবং মালিক পরস্পর সুসম্পর্ক বজায় রেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে আহবান জানান।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মোহাঃ আবুল বাশার, কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহা পরিদর্শক মোঃ মাহফুজুর রহমান ভুইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বার অবস কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বী, জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক আমজাদ আলী আহমেদ, জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, দিনাজপুর দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক জহির শাহ, দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ সাদাকাতুল বারী। সঞ্চালনে ছিলেন ফুলবাড়ী টেকনিক্যাল কলেজের প্রভাষক মোঃ হারুন উর রশিদ।
এর আগে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয়ক ছিল “ শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখপুরা ইউপির পারদিঘন গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা

ঠাকুরগাঁওয়ে টুর্নামেন্ট ঐতিহ্যের হাডুডু ফেরাতে !

পঞ্চগড়-১ আসনে সম্রাটকে মনোনয়ন না দেয়ায় সমর্থকদের সহসড়ক অবরোধ

ঘোড়াঘাটে অসুদপায় অবলম্বনের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার

বীরগঞ্জে এতিমখানার আবাসিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা

রাজাকাররা কোটার নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে -হুইপ ইকবালুর রহিম

রাজাকাররা কোটার নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে -হুইপ ইকবালুর রহিম

পীরগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পুর্তি উদযাপন

সেতু উদ্বোধনে রাণীশংকৈলে বর্ণাঢ্য র‌্যালী

ভারত থেকে ২১ বছর পর দেশে ফিরলেন বাংলাদেশি মতিউর