Friday , 12 May 2023 | [bangla_date]

দেশে প্রথম লোহার খনির সন্ধান হাকিমপুরে উত্তোলনের সম্ভাব্যতা যাচাইয়ে কূপ খনন

দিনাজপুরের হাকিমপুরের আলীহাট ইউপির মনসাপুর গ্রামে বড়পুকুরিয়া কোল্ড মাইনিং কোম্পানী তত্বাবধানে প্রিলিমিনারী স্ট্যাডি ফর ডেভলপমেন্ট শীর্ষক জরিপ কাজের পরিদর্শন ও উদ্বোধন করা হয়েছে। খনিজ সম্পদ অনুসন্ধানে দেশে এট্ইি প্রথম লোহার খনির সন্ধান। তাই হাকিমপুরের খনির সন্ধান সম্ভাবনার নতুন দিগন্তের হাতছানি দিচ্ছে।
জানা যায়, ৫বর্গ কিলোমিটার আয়তনের এই লোহার খনিতে ৬২৫ মিলিয়ন মে:টন লোহা মজুত রয়েছে যা সারাদেশের ৩০ বছরের লোহার ঘাটতি মেটাবে।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন।
সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, হাকিমপুরে লোহা খনির দ্বিতীয় পর্যায়ের খনন কাজ শুরু হয়েছে। খনি থেকে লৌহ আকরিক উৎপাদন শুরু হলে এলাকার আমূল পরিবর্তন আসবে, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে এলাকায় অর্থনৈতিক কর্মকান্ড বেড়ে যাবে। বেকার যুবকদের কর্মসংস্থান হবে, এলাকার জমির দামও বাড়বে।
তিনি আশা করেন, দ্রæত সময়ের মধ্যে এলাকায় খনি বাস্তবায়ন হবে, এতে আমূল পরিবর্তন ঘটবে এলাকার।
এসময় বড়পুকুরিয়া কোল্ড মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার, হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল,থানার ওসি আবু সায়েম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ২০১৩সালে হাকিমপুর উপজেলার মুর্শিদপুর এলাকায় প্রথম কূপ খনন করা হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ৬ বছর পর ২০১৯ সালের এপ্রিলে ইসবপুর গ্রামে ২য় পর্যায়ে কূপ খনন করে সেখানে ভূগর্ভের ১ হাজার ৭৫০ফুট নীচে ৪০০ ফুট পুরুত্বের লোহার স্তর পাওয়া যায়। এরপর উপজেলার ভাটারা গ্রামে তৃতীয় কূপ খনন করা হয়। লোহার খনি আবিষ্কার বাংলাদেশে এটিই প্রথম।
বড়পুকুরিয়া কোল্ড মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, ৫বর্গ কিলোমিটারের মধ্যে ৬টি কুপ খনন করে উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করা হবে।
লোহার খনি আবিষ্কারের খবরে ইতিবাচক সাড়া পড়ে স্থানীয়সহ সারাদেশে। এসব খনিজ উত্তোলনযোগ্য খনিতে পরিনত হলে, সেটা বাংলাদেশের আরেক সম্ভাবনার নতুন দিগন্ত রচনা করবে। দেখা দিবে নতুন নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনা। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আশায় বুকও বেঁধেছেন এ অঞ্চলের মানুষ। দেশের অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক ভুমিকা রাখবে। প্রথম লোহার খনির সন্ধান দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও মনে করছেন বিশিষ্টজনরা। পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বদলিয়ে ব্যাপক উন্নয়ন ঘটাবে-এমনটাই আশা এ অঞ্চলের মানুষের।
খনি উত্তোলন করা গেলে একদিকে যেমন এলাকার মানুষর জীবন মানের উন্নয়ন ঘটবে, অপরদিকে তেমনি জাতীয় অর্থনীতিতে এ খনি ব্যাপক ভূমিকা রাখবে এমনটাই বললেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারন মানুষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক রাতে গ্রেফতার ৮

জনগনের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষনা দিয়েছে অন্তবর্তী কালীন সরকার —-জাহিদ হোসেন

বিরামপুরে জিপিএ-৫ পাওয়া যমজ তিন ভাইবোনকে সংবর্ধনা দিলেন রেলমন্ত্রীর সহধর্মিণী-মিসেস শাম্মি

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

বোচাগঞ্জে মাদক ব্যবসায়ী হিটলারকে ৩১০পিছ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ

অতিরিক্ত তাপমাত্রায় ভেঙে যাচ্ছে কলাগাছ, ক্ষতির মুখে কলাচাষীরা

পীরগঞ্জের ট্রেনের সাথে ধাক্কা লেগে একজনের মৃত্যু

কাহারোলে বাড়ীতে বাড়ীতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন এমপি গোপাল

বীরগঞ্জে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত দিয়ে সৃষ্টি হয়েছে ——নৌপরিবহন প্রতিমন্ত্রী