দিনাজপুর জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ পারভেজ সোহেল রানা বলেছেন, য²া একটি প্রাচীন ঘাতক ব্যাধি। প্রতিবছর বাংলাদেশে বহুলোক এ রোগে মৃত্যুবরণ করে। এ রোগ থেকে মুক্তি পেতে হলে রোগ শনাক্ত করে নিয়মিত, সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধ সেবনের মাধ্যমে য²া রোগ সম্পূর্ণ ভালো হয়। একনাগারে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি য²ার প্রধান লক্ষ্যে। য²ায় সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ৩০টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান সপ্তম। য²া মুক্ত দেশ গড়তে ইমাম সাহেবদের যথেষ্ট ভ‚মিকা রয়েছে।
মঙ্গলবার ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলানায়তনে জাতীয় য²া নিরোধ সমিতি (নাটাব) দিনাজপুর জেলা শাখার আয়োজনে য²া রোগ নিয়ন্ত্রনে গণসচেতনতা বৃদ্ধিতে সুশীল সমাজের প্রতিনিধি ইমাম সাহেবদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ইমাম প্রশিক্ষন একাডেমীর উপ পরিচালক মোঃ আলমগীর হায়দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমীর চিকিৎসক ডাঃ মোঃ আমিনুর ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন নাটাব দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাশী কুমার দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাটাব রংপুর বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মোঃ কাউছার আলী। উপস্থিত ইমামাদের পক্ষে বিভিন্ন প্রশ্ন রেখে বক্তব্য রাখেন ইমাম খন্দকার নুরুল আলম, সাইফুর রহমান, মোঃ জরিফুল ইসলাম।