Monday , 29 May 2023 | [bangla_date]

নারীদের অর্থনৈতিক ভাবে সাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিতে হবে ………রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন নারীদের অর্থনৈতিক ভাবে সাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। মন্ত্রী বলেন দেশের বর্তৃমান প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, স্পীকার নারী। নারীরা বর্তৃমানে সব জায়গায় এগিয়ে যাচ্ছে। মন্ত্রী আরো বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামক্ত দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশের। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের দিকে দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি জননেত্রী শেখ হাসিনার দল আওয়ামীলীগেকে পুনরায় ভোট দিতে সকলে প্রতি আহবান জানান। তিনি গতকাল রবিবার দুপুরে বোদা মহিলা মহাবিদ্যালয়ে উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেজিয়া ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সামছুন নেহার। অনুষ্টানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা আওয়ামীীলীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব জলি মুনিরা আক্তার। আলোচনা সভার আগে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মহিলা আওয়ামীলীগের উপস্থিতিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বাষিকী সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলন শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি রেজিয়া ইসলাম মোছাঃ সামছুন নাহারকে সভাপতি ও জলি মুনিরা আক্তাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শোকবার্তা কর্তব্যরত অবস্থায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), মনসুর আলীর ইন্তেকাল

বাড়ি বাড়ি জ্বরের রোগী, খানসামায় সেবা দিতে হিমশিমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস নবীন বরণ

রানীশংকৈলে দিনব‍্যাপী পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষন ।

পীরগঞ্জে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নীলগাই জবাই করল গ্রামবাসী !

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা রহিমা বেগম (৭০) বছরের বৃদ্ধার মৃত্যু !

পীরগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়রপদে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

পীরগঞ্জে আরও ৪৪৮ ভূমিহীন পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

দিনাজপুরে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরন