Thursday , 4 May 2023 | [bangla_date]

পার্বতীপুরে ট্রাকের চাপায় একই পরিবারের দু’জন নিহত

পার্বতীপুর প্রতিনিধি \দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের পার্বতীপুরে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় ট্রাকের চাপায় ভ্যানে থাকা একই পরিবারের ২জনের মৃত্যু হয়েছে। নিহত দু’জন খালু-ভাগ্নে সম্পর্কের।
বুধবার সকালে সড়ক পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পার্বতীপুর পৌর শহরের ধুপিপাড়া এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫) এবং একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় নিহতদের সজন নজরুল ইসলাম(৪২) বাদী হয়ে সড়ক দূর্ঘটনা জনিত একটি হত্যা মামলা দায়ের করেছেন। খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে এসআই দিনেশ চন্দ্র বর্মন লাশের সুরত হাল তৈরী করে আত্মীয়দের কাছে লাশ হস্তান্তর করেছেন।
স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে ভ্যানে তাঁরা দুজন ভবানীপুরের দিকে যাচ্ছিলেন। বুধবার সকাল প্রায় পৌনে ৭টার দিকে ফুলবাড়ী থেকে আসা একটি ট্রাক পার্বতীপুরের চান্দাপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই খালু আবুল কালাম ও ভাগ্নে আশরাফুল হকের মৃত্যু হয়। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকগণ ওই দু’জনকে মৃত ঘোষনা করেন।
তাঁরা একত্রে ভাঙ্গারির মালামাল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করতেন বলে এলাকাবাসী জানান। এঘটনায় ট্রাক চালক রিয়াজুল ইসলামকে পুলিশ আটক করে। আটককৃত চালক রিয়াজুল ইসলাম দিনাজপুর সদরের মির্জাপুর ৪নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে। হেলপার পলাতক রয়েছে বলে জানা যায়।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের ২জনের মৃত্যু হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত