Thursday , 4 May 2023 | [bangla_date]

পীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে ঘরবাড়ি নির্মাণ

বাদল হোসে, পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘরবাড়ি নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। আদালতকে অবজ্ঞা করে প্রতিপক্ষরা গত কয়েকদিন ধরেই সেখানে ইট পাথর দিয়ে পাকা নির্মাণ কাজ করছেন। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না জমির মালিক। সোমবার দুপুরে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মাসুদা বেওয়া।
সাংবাদিকদের কাছে এসে অভিযোগ করে মাসুদা বেওয়া জানান, চন্ডিপুর মৌজার ৮৩নং দাগের সিএস- ৫২ ও এসএ- ৬৮ খতিয়ানভূক্ত ৫০ শতক জমি তার স্বামীর সম্পত্তি। স্বামী মারা যাওয়ার পর তার পরিবারের উপর্যুক্ত কোন অভিভাবক না থাকার সুযোগে একই এলাকার পজিদুর রহমানের ছেলে মকসেদ, পশির উদ্দীনের ছেলে নজরুল, আমির আলীর ছেলে রবিউল সহ কয়েকজন উক্ত জমিটি জোর পূর্বক দখল করে নেয়। এতে বাঁধা দিলে প্রতিপক্ষরা সন্ত্রাসী বাহিনী দিয়ে তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। মামলাটি বর্তমানে আদালতে চলমান। এরই মাঝে আবেদেনের প্রেক্ষিতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে পাকা ঘরবাড়ি, পুকুর খনন সহ অন্যান্য স্থাপন নির্মাণ না করার জন্য নির্দেশ দেয় বিজ্ঞ সহকারী জজ আদালত ঠাকুরগাঁও। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলে থানার সাব ইন্সপেক্টর গাবুর আলী সরদার প্রতিপক্ষদের নোটিশ প্রদান করেন। প্রতিপক্ষরা সেই নির্দেশনা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাঁকা ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
আদালতের নির্দেশ অমান্য করে জোর করে ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ কাজ অব্যাহত রাখার ব্যাপারে মকসেদ আলী বলেন, আমরা আমাদের জমিতে ঘরবাড়ি নির্মাণ করছি। আদালতের রায় আমরাই পাবো।
এ বিষয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক গাবুর আলী সরদার বলেন, ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ না করার জন্য বিবাদীদের নোটিশ দেওয়া হয়েছে। কেউ যদি তা অমান্য করে তাহলে পুলিশের পক্ষ থেকে কিছু করার নেই। আদালতের ব্যাপার আদালত দেখবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের নারগুনে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

রাণীশংকৈলে সাড়ে ৩ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

ইজিবাইক চালুর দাবিতে- ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ-স্মারকলিপি

দিনাজপুর রংপুর বিভাগীয় সিতো-রিউ কারাতে প্রশিক্ষণ ক্যাম্প ও কর্মশালা ড্যান গেডিং ও প্রশিক্ষণ ক্যাম্প

পীরগঞ্জে আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

পীরগঞ্জে প্রধান শিক্ষককে মারপিট করে পদত্যাগ পত্র লিখে নেয়ার ঘটনায় ক্ষমা চাইলেন সাবেক ইউপি চেয়ারম্যান

ঠাকুরগাঁও-২ আসনের ভোট কেন্দ্রগুলী ঝুঁকিপূর্ণ অভিযোগ !

পঞ্চগড়ে মসজিদে ইস্কন নিয়ে বক্তব্য দেওয়ায় খতিবকে আ.লীগ নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর শহরে প্রায় দুই বছর ধরে রাস্তার কাজ অসমাপ্ত অতিষ্ট পৌরবাসীর ঘন্টাব্যাপী মানববন্ধন

পীরগঞ্জে দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর সম্পাদক করিম