Friday , 19 May 2023 | [bangla_date]

বঙ্গবন্ধু কন্যার পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে ক্রীড়াঙ্গন —হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি \
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিনত করা সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সকল ক্ষেত্রেই দেশ উন্নয়নে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব সরকার। প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে ক্রীড়াঙ্গন। দেশের সকল খেলায় খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক সাফল্য নিয়ে আসছেন। ক্রীড়াঙ্গনে দিনাজপুর এখন বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। দিনাজপুরের কৃতি সন্তান লিটন দাস জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন। এ ছাড়া ধীমান ঘোষ, দীপসহ বিভিন্ন খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে।এটা দিনাজপুরের জন্য একটি গর্বের বিষয়। আর এগুলো সম্ভব হয়েছে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

শুক্রবার বিকালে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ১ম বিভাগ জেলা ফুটবল লীগ-এর চুড়ান্ত খেলার পুরস্কার বিতরনকালে প্রধান অতিথির বক্তেব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ১ম বিভাগ জেলা ফুটবল লীগের চুড়ান্ত খেলায় দিনাজপুর ফুটবল একাডেমী ও ঈগল ষ্টার ক্লাব অংশ নেয়। খেলার প্রথমার্ধে ১৭ মিনিটে ফুটবল একাডেমীর রক্ষনভাগের খেলোয়াড় গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়। তবে পাল্টা আক্রমন চালিয়ে ২৩ মিনিটে ঈগল ষ্টার ক্লাবের আক্রমনভাগের খেলোয়াড় ইলিয়াস প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্থে আবারও ইলিয়াস আরেকটি গোল করে ২ গোলে এগিয়ে যায় ঈগল স্টার ক্লাব। খেলার শেষ ২ মিনিটের মাথায় দিনাজপুর ফুটবল একাডেমী প্লানটিক পায়। প্লানটিকে দিনাজপুর ফুটবল একাডেমীর খেলোয়াড় আশিক একটি গোল করে। নির্ধারিত সময়ে খেলা শেষ হওয়ায় ২-১ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঈগল স্টার ক্লাব।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে দিনাজপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর চেম্বার সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরুপ বকসী বাচ্চু প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গায়ে হলুদের সাজ নিয়েই ব্যাট হাতে মাঠে সানজিদা

পার্বতীপুর জংশনে দুই ট্রেন মুখোমুখি

এক পা বিশিষ্ট জন্মনেওয়া শিশুর পরিবারের পাশে জেলা প্রশাসক ও বিরামপুর উপজেলা প্রশাসন

পীরগঞ্জে জাতির পিতার জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা

করোনায় দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ৫১৮১, মৃত্যু ৪৫ জন

ক্ষতিপুরনের দাবীতে বড়পুকুরিয়া খনি এলাকার গ্রামবাসীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

সেতাবগঞ্জ পৌর অাওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেতাবগঞ্জ মহিলা সমিতির নির্বাচনে নারগিস-কামনা প্যানেল বিজয়ী

পঞ্চগড়ে কমিউনিস্ট পাটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বীরগঞ্জে কিশোর হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার