Monday , 29 May 2023 | [bangla_date]

বর্তমান শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর —–হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ ও উন্নয়ন করার জন্য দেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীরা অগ্রভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। সেজন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে। বর্তমান শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর হবে।
রোববার দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে প্রাঙ্গনে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সহযোগিতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামাতের আমলে শিক্ষাঙ্গনকে মাদক ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। শিক্ষার্থীরা কলমের বদলে মাদক ও অস্ত্র তুলে নিয়েছিল। দেশ ধ্বংসের পায়তারা করছিলো বিএনপি-জামাত। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শিক্ষাঙ্গনে এখন আর মাদক ও অস্ত্র তুলে নেয় না। শেখ হাসিনা শিক্ষাঙ্গনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে একটি শিক্ষিত জাতি গড়ে তোলার লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছেন। তাই আজ দেশে শিক্ষার হার বাড়ছে। দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে।
এর আগে তিনি বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-সচিব মোরারজি দেশাই, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সহকারী ভুমি কর্মকর্তা সাথী দাস, জেলা আওয়ামালীগের সদস্য আজগার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মকবুল হেসেন, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন প্রমুখ।
এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন হুইপ ইকবালুর রহিম। এ পর দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ অন্যান্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ নিজ অপকর্ম ঢাকতেই তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেছে

বীরগঞ্জে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের মাসিক সভা ও বিশেষ কবি গান অনুষ্ঠিত হয়েছে

ঝোপঝাড়ে মলত্যাগ সংবাদ প্রকাশে’ রাণীশংকৈলে ৩০ পরিবার পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের বাড়ী

রানীংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নীলফামারী জেলা দল চ্যাম্পিয়ন

ঘোড়াঘাট পৌরসভার প্রস্তাবিত ও সাধারণ বাজেট ঘোষণা

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব ঘোষণা ছাড়াই ডায়ালাইসিস বন্ধ

মৌসুমের সর্বনিম্ন ৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড ডিসেম্বর-জানুয়ারি মাসে ৪৫ দিনই সর্বনিম্ন

ফুলবাড়ীতে প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান

বীরগঞ্জে কয়েলের আগুনে পুড়ল বসতবাড়িসহ গবাদি পশু

ঈদ উপলক্ষে বীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ