Wednesday , 10 May 2023 | [bangla_date]

বাল্য বিবাহ বন্ধ ও কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বীরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ বাল্য বিবাহ বন্ধ ও এর কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে কিশোরীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বাল্য বিবাহকে না বলি এবং বাল্য বিবাহ মুক্ত সুখী সমৃদ্ধ সমাজ গড়ি এই শ্লোগানে সোমবার বিকেল সাড়ে ৪টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মোছাঃ খুশির নেতৃত্বে বীরগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমি এবং অনুপমা রায়ের নেতৃত্বে আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় অংশগ্রহণ করেন ।
জাতীয় সংগীত পরিবেশনার পর আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার, বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মইনুল ইসলাম, বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ প্রমুখ।
প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে খেলায় অংশগ্রহণকারী দুই দলের কিশোরী খেলোয়াড়দের ক্রীড়া নৈপুন্য উপস্থিত দর্শকদের বেশ প্রসংশা কুড়িয়েছে। প্রতিদ্ব›িদ্বতাপূর্ন ৪৫মিনিট ব্যাপী অনুষ্ঠিত খেলায় বীরগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমির ৭নম্বর জার্সিধারী পুতুল মুর্মু একমাত্র গোলটি করেন। তবে বেশ ভালো খেলেও আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় গোল পরিশোধের ক্ষেত্রে প্রতিদ্ব›িদ্ব দলের রক্ষণ কাছে বেশ অসহায় হয়ে পড়েছিল। ফলে ১-০গোলে পরাজয় করে আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের খেলোয়াড়দের মাঠ ছাড়তে হয়।
অনুষ্ঠিত খেলাটি বেশ দক্ষতার সাথে পরিচালনা করেন মোঃ নুরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন মোঃ মাহাবুল আলম কাজল এবং মোঃ জাহিদুল ইসলাম।
শেষে বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় প্রচুর পরিমানে নারী দর্শকসহ খেলোয়াড়বৃন্দের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে কুকুর কামড়ে নিহত হৃদয় শীলের শোকাহত পরিবারের পাশে এমপি মনোরঞ্জন শীল গোপাল

নৌকার বিজয় মানেই শেখ হাসিনার বিজয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খানসামায় ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

শাহজাহান শাহ্ ২য় নাট্য উৎসব সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামীতে নবরূপীর কর্মপরিকল্পনাসহ  আমাদের করনীয় শীর্ষক পরামর্শ সভা

শাহজাহান শাহ্ ২য় নাট্য উৎসব সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামীতে নবরূপীর কর্মপরিকল্পনাসহ আমাদের করনীয় শীর্ষক পরামর্শ সভা

নওপাড়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মোড়ের উদ্বোধণ করলেন শ্রী মৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ

নওপাড়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মোড়ের উদ্বোধণ করলেন শ্রী মৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ

হরিপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ১৯তম বার্ষিক সাধারণ সভা

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ^ হাত ধোয়া দিবস পালিত

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে শিক্ষার্থীরাই-এমপি গোপাল

পদ্মাসেতুর সফল নির্মাণকে সইতে পারলেন না বেগম খালেদা জিয়া -মনোরঞ্জন শীল গোপাল এমপি