Monday , 22 May 2023 | [bangla_date]

বীরগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ শাহিনুর ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কাজী মাওঃ মোঃ মুনজুর আলী, সহ-সভাপতি মোঃ ইয়াসিন আলী ও মোঃ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ঢালি, পৌর জাপার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ নিহাল হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন জাপার সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সুজালপুর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মোঃ রাসেল ইসলাম আবির, পাল্টাপুর ইউনিয়ন জাপার সভাপতি লক্ষণ চন্দ্র সেন, গোলাপগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার দাস, শিবরামপুর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক অর্জুন কুমার রায় প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মোঃ বাবুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, আব্দুর রশিদ, আলতাবুর রহমান, আবদুল ওয়াদুত এবং ছাত্র নেতা সামিউল ইসলাম, হাবিবুর রহমান সহ জাতীয় পার্টির সকল ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
সভায় বক্তাগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা সন্মেলনের লক্ষ্যে কর্মী সমাবেশ করার প্রস্তাব করে বলেন, আগামী দিনে জাতীয় পার্টি ৩শত আসনে একক দিয়ে নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করবে। সেই লক্ষ্যে কেন্দ্রিয় নির্দেশিত সাংগঠনিক কর্মসূচী পালন করা হচ্ছে। সাংগঠনিক কর্মসূচীর মাধ্যমে দলকে আরও শক্তিশালী করতে পারলে আগামী দিনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলে বক্তাগণ মত পোষণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দিনাজপুরে ইসলামি লাইফ টাইম ফাউন্ডেশনের গরিব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

খানসামা ভুল্লির নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই চলাচলের ভরসা

দিনাজপুরে নৃত্য প্রশিক্ষণ কর্মশালা

রানীশংকৈলে মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার

রাণীশংকৈলে ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী শিক্ষক তাহের আলীর

দিনাজপুরে মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন

পার্বতীপুরে মাসব্যাপী  টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন 

পীরগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম দনি উপলক্ষে আলোচনা সভা