Monday , 22 May 2023 | [bangla_date]

বীরগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ শাহিনুর ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কাজী মাওঃ মোঃ মুনজুর আলী, সহ-সভাপতি মোঃ ইয়াসিন আলী ও মোঃ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ঢালি, পৌর জাপার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ নিহাল হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন জাপার সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সুজালপুর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মোঃ রাসেল ইসলাম আবির, পাল্টাপুর ইউনিয়ন জাপার সভাপতি লক্ষণ চন্দ্র সেন, গোলাপগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার দাস, শিবরামপুর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক অর্জুন কুমার রায় প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মোঃ বাবুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, আব্দুর রশিদ, আলতাবুর রহমান, আবদুল ওয়াদুত এবং ছাত্র নেতা সামিউল ইসলাম, হাবিবুর রহমান সহ জাতীয় পার্টির সকল ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
সভায় বক্তাগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা সন্মেলনের লক্ষ্যে কর্মী সমাবেশ করার প্রস্তাব করে বলেন, আগামী দিনে জাতীয় পার্টি ৩শত আসনে একক দিয়ে নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করবে। সেই লক্ষ্যে কেন্দ্রিয় নির্দেশিত সাংগঠনিক কর্মসূচী পালন করা হচ্ছে। সাংগঠনিক কর্মসূচীর মাধ্যমে দলকে আরও শক্তিশালী করতে পারলে আগামী দিনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলে বক্তাগণ মত পোষণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় অর্গানিক সবজি চাষে ঝুঁকছে কৃষক

আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন

কাহারোল-বিরল-খানসামাকে গৃহহীন-ভুমিহীন মুক্ত ঘোষণা ও উপকারভোগীদের দলিল ও চাবি হস্তান্তর

খানসামা থানা পরিদর্শনে পুলিশ সুপার

বৈদেশিক মুদ্রা ও নগদ টাকাসহ ছয়জন প্রতারক চোর আটক ফুলবাড়ীতে সাহায্য চাইতে গিয়ে প্রতারনা চুরি

বোচাগঞ্জে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বিএনপি

জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করল বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

সরকারি হাট-বাজার ইজারায় মূল্য নির্ধারণের নতুন পদ্ধতি

ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫২৭ টি প্রাণীকে চিকিৎসাসেবা প্রদান

পঞ্চগড়ে নগদ টাকা সহ ১০ জুয়াড়ি আটক, মামলা দায়ের