Tuesday , 2 May 2023 | [bangla_date]

বীরগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদে মহিলা পরিষদের স্মারকলিপি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগে ঘটনার তীব্র নিন্দা, আসামী গ্রেফতার ও বিচারের দাবীতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।
পুলিশ সুপার কার্যালয়ে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ-এর হাতে স্মারকলিপি তুলে দেন মহিলা পরিষদের নেতৃবৃন্দ। বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান ও সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নারীর উপর পাশবিক নির্যাতন বেড়েই চলেছে। কিছুদিন আগে হগবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে বেআইনী শালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের মত জঘন্য ঘটনা ঘটেছে। ঘরে বাইরে কোন জায়গায় নারীর নিরাপত্তা নেই। এ ধরনের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হওয়ার কারণে এই ভয়াবহতা ক্রমবর্ধমানতা। নিরাপত্তাহীন এই অবস্থায় নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে, নাগরিক নিরাপত্তার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করছে।
গত ২৬ এপ্রিল নিাজপুর জেলার বীরগঞ্জ থানার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামে এক স্কুল ছাত্রীর বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এক বখাটে যুবক। এ ঘটনায় ২৭ এপ্রিল বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩০।
মহিলা পরিষদ মনে করে, এ জাতীয় অপকর্মের উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত হলেই, তবে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। এমন জঘন্য ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, সবাইকে আইনের মাধ্যমে দ্রæত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ী ব্যক্তির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানাচ্ছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দিনাজপুর মহিলা পরিষদের সহ-সভাপতি মাহবুবা খাতুন, মিনতি ঘোষ, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, সদস্য রোকসানা বিলকিস, প্রোগ্রাম এক্সিকিউটিভ নিপা শেঠ ও অফিস সহকারী মিনা দাস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ইএসডিও’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সের এক শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ে গ্রেফতার আতঙ্কে এলাকাবাসী !

জেলা প্রশাসনের উদ্যোগে দিনাজপুর পৌর এলাকার স্কুল সমুহের সামনে থেকে ময়লা আবর্জনা অপসারন

বীরগঞ্জে জমি নিয়ে ২ ভাইয়ে দ্বন্দ্ব, বৃদ্ধা মাসহ ভাইয়ে ভাইয়ে মামলা

হরিপুরে গ্রীন ভয়েসের উদ্যোগে ফ্রি মাস্ক ও করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ

ঐতিহাসিক রাজবাটী দরবার হলে অনুষ্ঠিত নেচে-গেয়ে নবান্ন উৎসব ও মিলনমেলা

বোচাগঞ্জে অপমান সইতে না পারায় গৃহবধুর আত্মহত্যা আটক ১

পরীমণি ইস্যু : এবার সিটি ব্যাংকের জিডি

বড়পুকুরিয়া কয়লা খনির প্রকৌশলী দিবাকর মহন্তের এক প্রিমিয়ামেই মৃত্যু পিতার হাতে বীমা চুক্তির ১০,১৬,৫০০ টাকার চেক হস্তান্তর