হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস (সিএডিএস) এর আয়োজনে “Development of Professional Skills” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯.৪৫ মিনিটে আইআরটি কনফারেন্স রুমে উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড.এস. এম. হারুন-উর-রশীদ, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ। সভাপতিত্ব করেন ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস এর পরিচালক প্রফেসর ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোঃ জুয়েল আহমেদ সরকার ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ান আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, পড়াশুনা শেষ করে ভাল ফলাফল নিয়ে গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি নিজেদের মাঝে সফট স্কিল ডেভলপ করতে হবে। আমরা সাধারণত বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার ক্ষেত্রে টেকনিক্যাল স্কিলের উপর গুরুত্ব প্রদান করি কিন্তু পেশাগত জীবনে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি সফট স্কিলের গুরুত্ব অনেক। তিনি বলেন, ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস একটি ব্যতিক্রমী ধারণা। এটি প্রতিষ্ঠিত করা হয়েছে ম‚লত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের পাশাপাশি নিজেকে একজন প্রফেশনাল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাপোর্ট সার্ভিস হিসেবে কাজ করার জন্য। পাশাপাশি দক্ষ গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যেও ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস কাজ করে যাবে। পরিশেষে তিনি এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

















