Monday , 22 May 2023 | [bangla_date]

হাবিপ্রবির সাথে সিটি ব্যাংক এর সমঝোতা স্মারক স্বাক্ষর

উচ্চ শিক্ষায় কৃষি গবেষণার সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে গত ১৪ মে সিটি ব্যাংক লিমিটেডের সাথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হাবিপ্রবির পক্ষে এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ এবং সিটি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও জনাব মাশরুর আরেফিন। সিটি ব্যাংকের হেড অফিসে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের মলিকুলার বায়োলজি ইউনিটের ইনচার্জ ড. মোঃ ইয়াছিন প্রধান, সিটি ব্যাংকের অতিরিক্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও জনাব শেখ মোহাম্মদ মারুফ, অতিরিক্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও জনাব মোঃ মাহবুবুর রহমান, হেড অব কমার্সিয়াল ব্যাংকিং জনাব মোঃ মাহমুদ গনীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এই চুক্তির মাধ্যমে সিটি ব্যাংক হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণারগারে “ডিজিস ডায়াগনস্টিক ইউনিট” নামে নতুন একটি রিসার্স ইউনিট তৈরির জন্য ১ কোটি টাকার পযয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, ফিসারিজ অনুষদ, ভেটেরিনারি অ্যান্ড এ্যানিমেল সায়েন্স অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদসহ অন্যান্য অনুষদের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক ও অন্যান্য গবেষকগণ গবেষনা সেবা পাবেন এবং ফসল, মাছ, ও অন্যান্য প্রানীর নতুন/পুরাতন অনেক রোগ নির্ণয় করা সম্ভব হবে। পাশাপাশি ট্রান্সবাউন্ডারি ডিজিস সনাক্তকরা যাবে। ডিজিস ডায়াগনস্টিক ইউনিট প্রতিষ্ঠার মাধ্যেমে কৃষি ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয় করার মাধ্যমে রোগের সঠিক নিয়ন্ত্রন পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হবে। এছাড়াও গবেষকগণ বিশ্বমানের গবেষণা করে মানসম্মত সায়েন্টিফিক পেপারে প্রকাশ করতে পারবেন। এই ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে গবেষণার এক নতুন দ্বার উন্মোচিত হবে যা উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে গুরুত্বপ‚র্ণ অবদান রাখবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কাজের উদ্বোধন

ট্রাফিক আইন মেনে চলতে রুহিয়া থানা পুলিশের প্রচারণা

বীরগঞ্জে চায়ের দোকান চালিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে চান ফাতেমা

বোচাগঞ্জে তিনজন সার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা

হরিপুরে নবাগত ইউএনওর সঙ্গে মত বিনিময়

বীরগঞ্জে ভ্রাম্যমান করোনা টিকা কেন্দ্রের উদ্বোধন

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫  পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অতি দরিদ্র পরিবারের বস্ত্র বিতরণ