Sunday , 28 May 2023 | [bangla_date]

হরিপুরে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোববার (২৮ মে) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল ।
অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল,মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা,ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার এম এ জাহিদ ইবনে সুলতান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাসুদুর রহমান হামিদী, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ জামান প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত