Wednesday , 21 June 2023 | [bangla_date]

জাতীয় স্কুল ক্রিকেটে শিরোপাজয়ীদের ফুল ও মিষ্টিমুখ করিয়ে বরণ

প্রাইম ব্যাংক ইয়াং টাইগারস অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় প্রথমবারের মতো দিনাজপুরের কোনো স্কুল শিরোপা জিতেছে। খুদে ক্রিকেটাররা এর আগে মঙ্গলবার রাত ১১টায় ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাসে দিনাজপুরের দিকে রওনা হয়। বৃষ্টিস্নাত রাস্তায় গাড়ির ধীরগতির কারণে বুধবার সকাল সোয়া ১০টায় প্রেসক্লাবের সামনে এসে পৌঁছায় তারা।
এরপরে হাসিমাখা মুখে একে একে বাস থেকে নেমে আসে খুদে ক্রিকেটাররা। গায়ে সাদা ও সবুজ রঙের জার্সি। হাত তুলে কেউ দেখাচ্ছে বিজয় চিহ্ন, কেউবা উচ্ছাসিত হয়ে করছে হই-হুল্লোড়। ফুলের মালা গলায় পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শিরোপাজয়ী ক্রিকেটারদের বরণ করে নেন শিক্ষক ও অভিভাবকেরা।
বুধবার সকাল সোয়া ১০টায় দিনাজপুর প্রেসক্লাব সামনে একাডেমি স্কুলের শিরোপা জয়ের নায়কদের এভাবেই বরণ করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন দিনাজপুর একাডেমি স্কুলের সভাপতি চিত্ত ঘোষ, প্রধান শিক্ষক লক্ষী কান্ত রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিকসহ শিক্ষক ও অভিভাবকেরা।
গাড়ি থেকে নামার পর ক্রিকেটার ছেলে ফাহিম হোসেনকে জড়িয়ে ধরেন মা ফিরোজা বেগম। ছেলের সফলতায় মায়ের চোখে আনন্দের অশ্রæ। ফিরোজা বলেন, ভোরে ঘুম থেকে উঠে ছেলের জন্য অপেক্ষা করছি। ওর চাচিও বারবার খোঁজ নিচ্ছে। ফোন করছে। অনেক ভালো লাগছে। স্কুলশিক্ষক বাবার দুই সন্তানের মধ্যে ফাহিম বড়।
সেখানে এক প্রতিক্রিয়ায় দলটির অধিনায়ক মারুফ হোসেন বলে, শিরোপাটি আমাদের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। ক্রিকেটের প্রতি উৎসাহ ও উদ্দীপনা বাড়িয়ে দিয়েছে। দলের সবার সম্মিলিত প্রচেষ্টায় জয় পেয়েছি। ভীষণ ভালো লাগার দিন আজ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষীকান্ত রায় রায় বলেন, ছেলেদের এমন সফলতা একজন শিক্ষকের জন্য অনেক বড় প্রাপ্তির। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলাপ করে শিগগির তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, গত সোমবার ঢাকার ফতুল্লা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ইয়াং টাইগারস অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়কে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দিনাজপুর একাডেমি স্কুল। চার উইকেট নিয়ে ও ১১রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে একাডেমি স্কুল দলের আইনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে কাটা ১২ টি গাছ ১টি নসিমন সহ জব্দ , ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের আটক–১ ,

মত বিনিময়কালে জেলা প্রশাসক সরকারের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে পল্লীশ্রী কাজ করবে

পীরগঞ্জের ইউএনও কে বিদায় সংবর্ধনা

বীরগঞ্জ মডেল স্কুলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

দিনাজপুরে অজ্ঞাত ৬০ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুুুুুুুলিশ

নানা কর্মসূচিতে দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত নতুন প্রজন্ম ও যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুত্ব করতে হবে–সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি

গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ২৫ জন করোনায় আক্রান্ত

বাকপ্রতিবন্ধী ভাই-বোনকে খাদ্য সামগ্রী দিল বসুন্ধরা শুভ সংঘ

দিনাজপুরে ভ্যান ভাড়া করে চালক হত্যা ঘটনায় আটক-২

ঠাকুরগাঁওয়ে জমির বিরোধে গভীর রাতে ১ নৃগোষ্ঠী খুন, আটক-৩