Monday , 19 June 2023 | [bangla_date]

দিনাজপুরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে খাওয়ানো হবে ৩ লাখ ৪৩ হাজার শিশুকে

দিনাজপুরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হয়েছে । পুরো জেলায় এবার খাওয়ানো হবে ৩ লাখ ৪৩ হাজার শিশুকে। রবিবার সকাল ৮টায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী।
তিনি সাংবাদিকদের বলেন, এবার দিনাজপুর জেলায় ৬ হতে ১১ মাস বয়সী ৩৬,৬৫৬ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাস বয়সী ৩,০৬,৫২৭ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পুরো জেলায় মোট ৩,৪৩,১৮৩ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, স্থায়ী-অস্থায়ী কেন্দ্র ও অতিরিক্ত ২৬১৪টি কেন্দ্র (উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে) খোলা হবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য মাঠকর্মী, স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠকর্মী ও স্বেচ্ছাসেবী (ভলান্টিয়ার) ৫৮৭৬ জন কর্মী প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং সাবেক কাউন্সিলর মোছা. আলেয়া বেগম জানান, ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুইবার ৬ হতে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছে বর্তমান আওয়ামী সরকার। তিনি বলেন, আমার সংস্থার কার্যালয়ে প্রতিবারই ভিটামিন এ ক্যাপসুলসহ অন্যান্য ক্যাম্পেইন কেন্দ্র হিসেবে শিশুদের সুরক্ষায় সাথে আছি।
সারাদেশব্যাপী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী সকল শিশুকে বয়স অনুপাতে নীল রঙ ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সিভিল সার্জন জানান।
দিনাজপুর পৌরসভা ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌরসভার মেয়র
রবিবার দিনাজপুর পৌরসভায় ভিটামিট ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান ও ইপিআই সুপার ভাইজার মোমরেজ সুলতানা।
দিনাজপুর পৌরসভার অধীনে ১২ টি ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রে ভিটামিন লাল ক্যাপসুল ১৮ হাজার ৯ শত ৯৯ জন শিশুকে যাদের বয়স ১২ মাসে থেকে ৫৯ মাস খাওয়ানো হয় এবং নীল ভিটামিন ক্যাপসুল যাদের বয়স ৬ মাস থেকে ১১ মাস ২ হাজার ৩শত আঠানব্বই জন শিশুকে খাওয়ানো হয়। এছাড়াও সান্ধকালীন ৮টি কেন্দ্রে ‘এ’ প্লাস ভিটামিন খাওয়ানো হয়। প্রতিটি কেন্দ্রে স্বেচ্ছাসেবীসহ তিনজন কর্মী ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর দায়িত্ব পালন করেন। পৌরসভার ১২ টি ওয়ার্ডে টার্গেট পূরণ হয়েছে বলে যানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ইয়াবাসহ কারবারি আটক

বিজয় গণমিছিলে মূখরিত রাণীশংকৈলের পুরোশহর

হরিপুরে বিএমডিএ কর্তৃক আর্দশ কৃষক প্রশিক্ষণ শুরু

দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের প্রথম বার্ষিক সাধারন সভা

বীরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

অসহায় মানুষের পাশেই  আছেন প্রধানমন্ত্রী     -মনোরঞ্জন শীল গোপাল এমপি

অসহায় মানুষের পাশেই আছেন প্রধানমন্ত্রী -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সমাজসেবা মন্ত্রণালয়কে মানুষের আস্থায় পরিণত করেছে সরকার – এমপি গোপাল

ভূক্তভোগিদের বিক্ষোভ মিছিল মানববন্ধন স্মারকলিপি প্রদান পঞ্চগড়ে সাবেক এমপি মেজর রানা ও কাজী নাবিলের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলসহ নানা অভিযোগ

দিনাজপুরের বিভিন্ন উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

জনপ্রিয় কন্ঠশিল্পি হৈমন্তী রক্ষিত গাইলেন ‘ধানও দিলাম জমিনও দিলাম’