Friday , 9 June 2023 | [bangla_date]

দিনাজপুরে স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালকের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময়

দিনাজপুরে স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালকের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪ টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে পৌঁছালে জেলা প্রশাসক শাকিল আহমেদ স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক মোঃ ফজলুল কবীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। শেষে জেলা প্রশাসকের অফিস কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপপরিচালক মোঃ মোখলেছুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ। এর আগে স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক মোঃ ফজলুল কবির দিনাজপুর জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। উল্লেখ্য, স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক মোঃ ফজলুল কবীর দিনাজপুর জেলা পরিষদের সচিব ও খানসামা উপজেলার উপজেলা নির্বাহী হিসেবে সফলতা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও