Monday , 19 June 2023 | [bangla_date]

পঞ্চগড়ে মঞ্চায়িত শিল্পকলা একাডেমির নাটক‘কেষ্টর তীর্থ যাত্রা’

পঞ্চগড় প্রতিনিধি\শিশুদের নিয়ে নাটক মঞ্চায়ন ও নির্মাণ উপলক্ষে পঞ্চগড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুরাতন ভৃত্য’ কবিতা অবলম্বনে নাটক ‘কেষ্টর তীর্থ যাত্রা’ মঞ্চায়িত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত রোববার রাতে এ নাটকটি মঞ্চায়ন করে শিল্পকলা একাডেমির নাট্য বিভাগের প্রশিক্ষণার্থীরা। নাটকটির কেষ্ট চরিত্রে সুব্রত চক্রবর্তী, কর্তা-স্বাধীন শর্মা, গিন্নী-রুখসাদ বিনতে আলম ¯েœহা, সুবলা-রায়তা ফারিহা অর্পিতা তীর্থ, তীর্থ যাত্রী-সুরভী রায়, তীর্থ যাত্রী-স্মৃতি রানী অভিনয় করেন। নাটকটির নাট্যরুপ ও নির্দেশনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির নাট্য বিভাগের প্রশিক্ষক মাহমুদুল আক্তার মীম। আবহ সংগীতে শাহরিয়ার আলম নির্ভিক, রুপসজ্জায় শহীদুল ইসলাম, সাউন্ড ও লাইটিংয়ে জনি সাউন্ড সার্ভিস।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান নাটকটি শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন ও উদ্বোধন করেন। নাটকটির মঞ্চায়ন দেখে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল. সাবেক জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, জেলা নাট্য সমিতির সাধারণ সম্পাদক মির্জা সাদেকুল ইসলাম মানিক, দিশারী নাট্য গোষ্টীর রফিকুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী শাহনাজ বেগম। বক্তারা নাটকটির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং এমন নাটক আরো মঞ্চায়নের উদ্যোগ নিতে শিল্পকলা একাডেমির প্রতি অনুরোধ জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত