Sunday , 18 June 2023 | [bangla_date]

পীরগঞ্জে ৯০পিচ ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৯০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ রাসেল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যার আগে উপজেলার খনগাঁও ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে মাদক সহ তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া রাসেল লোহাগাড়া চাঁদপুর এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ তিনি শনিবার সন্ধ্যার আগে খনগাঁও ইউনিয়নের চাঁদপুর এলাকায় অভিযান চালান। এ সময় লোহাগাড়া বাজারের সবুজ হোটেলের সামনে ট্যাপেন্ডাটল ট্যাবলেট বিক্রির সময় রাসেলকে হাতে নাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ডিবির অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও