Wednesday , 7 June 2023 | [bangla_date]

বাজারে কমছে সব ধরনের পেঁয়াজের দাম

হাকিমপুর সংবাদদাতা \ ভারত থেকে আমদানির ফলে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়; যা সোমবারও বিক্রি হয়েছিল ৭৫ টাকা দরে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজিপ্রতি ৪০ টাকা দরে মোকামগুলোতে বিক্রি হচ্ছে।
মঙ্গলবার সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে ভারতীয় পেঁয়াজ এখন পর্যন্ত খুচরা বাজারে আসেনি। ভারতীয় পেঁয়াজ খুচরা বাজারে এলে আরও দাম কমে যাবে বলছেন ব্যবসায়ীরা। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে কোরবানি ঈদে পেঁয়াজের দাম স্বাভাবিক থাকবে বলে জানান আমদানিকারকরা।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মিনহাজুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আসছে। এই খবরে আমি হিলি বাজারে পেঁয়াজ কিনতে এসেছি। বাজারে এসে দেখি এখন পর্যন্ত কোনো ভারতীয় পেঁয়াজ খুচরা বাজারে আসেনি। দেশি পেঁয়াজ বিক্রি করছেন বিক্রেতারা। তবে দেশি পেঁয়াজ আগের থেকে ১০ টাকা কমে কেজিপ্রতি বিক্রি হচ্ছে। বর্তমানে ৬৫ টাকা দরে ৫ কেজি দেশি পেঁয়াজ কিনলাম।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মনিরুল ইসলাম মনি বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির ফলে মোকামগুলোতে কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। বর্তমানে হিলি বাজারে দেশি পেঁয়াজ ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে এবং হিলি স্থলবন্দরের মোকামগুলোতে আমদানিকারকরা ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি করছেন। গতকাল হিলি স্থলবন্দর দিয়ে তিনটি ভারতীয় ট্রাকে পেঁয়াজ আমদানি হয়েছে। আজকে যদি বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়। তাহলে আগামীকাল হিলির খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ আমরা বিক্রি করতে পারবো। সেই সঙ্গে দামও কমে যাবে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, সোমবার (৫ জুন) প্রথম দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিনটি ট্রাকে ৬৩ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের  নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে হরিপুরে দূর্গাপূজা শুরু

ঠাকুরগাঁওয়ে সবজি চাষে বিপ্লব, দাম নিয়ে হতাশ চাষিরা

শোক সংবাদ

হরিণ শিকার মামলা: হাজিরা থেকে সালমানকে অব্যাহতি সালমান খান।

আটোয়ারীর তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

দাবী আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা বড়পুকুরিয়া খনি এলাকার গ্রামবাসীদের ক্ষতিপুরণসহ চার দফা দাবী

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে মানববন্ধন

এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে কাজ করার চেষ্টা করছি –এমপি হাফিজ