বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কৃষি মন্ত্রণালয় অধীনে ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুর জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় সেচ যন্ত্র অপারেটর প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বীরগঞ্জ জোন এর আয়োজনে অফিস হলরুমে এ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিএমডিএ এর দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ড. প্রকৌশলী মোঃ এজাদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা। স্বাগত বক্তব্য রাখেন বিএমডিএ বীরগঞ্জ জোনের সহকারী আবু সাদাত মুহাম্মদ সায়েম। এসময় সেচ যন্ত্র অপারেটর প্রশিক্ষণার্থী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।