Saturday , 17 June 2023 | [bangla_date]

হরিপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: আসন্ন আমগাঁও ইউপি উপনির্বাচন ২০২৩ ইং কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের অয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) বিকাল ৪ টায় যাদুরাণী উচ্চ বিদ্যালয় মাঠে ২নং আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ২ নং আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নৌকার মাঝি উমাকান্ত ভৌমিক।

উক্ত বর্ধিত সভা সঞ্চালনায় করে আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি৷

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন,উপজেলা আওয়ামী লীগের অন‍্যতম সদস্য মনাব্বর হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিল,
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য আনিসুজ্জামান শান্ত,উপজেলা আওয়ামী লীগ সদস্য শরিফ উদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রেজাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান মুকুল তার বক্তব্যে বলেন, আগামী ১৭ জুলাই অসন্ন ইউনিয়ন পরিষদ- উপনির্বাচনে আমগাঁও ইউনিয়নের নৌকা মার্কায় মনোনীত প্রার্থী উমাকান্ত ভৌমিকের মনোনয়ন দাখিল , নির্বাচন পরিচালনা এবং নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। তিনি আরো বলেন,যারা দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং সেন্টারের মেধাবৃত্তি প্রদান

ট্রাক চাপায় প্রাণ হারালো সাইকেল আরোহী

পীরগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

পীরগঞ্জে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

স্বপ্নজয়ী মা নাজমা রহিম’র ইন্তেকাল অগনিত ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত রত্নগর্ভা মা নাজমা রহিম

ট্রাফিক আইন মেনে চলতে রুহিয়া থানা পুলিশের প্রচারণা

বীরগঞ্জে পুরাতন জাতীয় পরিচয়পত্র পুড়িয়ে ধ্বংস

হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য পাইথন অ্যাপ্লিকেশনস (মডিউল-২)এর উপর প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁও বিমানবন্দর পুন: চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে সিডিএর উদ্যোগে ভূমি অধিকার- কৃষি ভূমি সংস্কার ও সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক জনসমাবেশ ও প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান