Wednesday , 19 July 2023 | [bangla_date]

আওয়ামীলীগের শান্তি সমাবেশে হুইপ ইকবালুর রহিম বিএনপি পদযাত্রার নামে হামলা ও সন্ত্রাস সৃষ্টি করছে

দিনাজপুর প্রতিনিধি \
সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।
বুধবার বিকেল ৪টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

হুইপ বলেন, দিনাজপুরে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে, বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি পদযাত্রার নামে আওয়ামী লীগ নেতার উপর হামলা, গাড়ী ভাংচুর করেছে। আমি এ ঘটনার নিন্দা জানাই। এর নাম কি গণতন্ত্র, এর নাম কি মানবাধিকার। যাদের ইঙ্গিতে এই হামলা করা হয়েছে, তাদের গ্রেফতার করে শাস্তির বিধান করতে হবে। ইকবালুর রহিম বক্তব্যের মাধ্যমে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন, দলের সাধারণ সম্পাদক ফখরুল সাহেবকে নিরাপদে তাঁর গন্তব্যস্থলে পৌছে দেওয়ার জন্য।
হুইপ বলেন, আজকে বিএনপি ৮জেলা নিয়ে বিভাগীয় পদযাত্রা করেছে। সন্ত্রাস করে ভাংচুর করে আমাদের মিছিলের লোক আসতে বাধা দিয়ে সমাবেশ করেছে দিনাজপুর ইনস্টিটিউটে। যেখানে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়ে গোর এ শহীদ বড়ময়দানে হাজার হাজার নেতাকর্মী নিয়ে। লজ্জা করে না মির্জা ফখরুল ইসলামের।
ইকবালুর রহিম বলেন, ১৯৭৫ সালের ১৫আগস্ট যখন জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, ফখরুল সাহেব তখন কোথায় ছিল আপনাদের গণতন্ত্র আর মানবাধিকার। মানবাধিকার দেখুন আর শিখুন আপনারা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আমাদের বঙ্গবন্ধু কন্যা মানবতা দেখিয়েছেন লাখ লাখ রোহিঙ্গাদের এই দেশে আশ্রয় দিয়ে।

উক্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজার রহমান বাবু এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাড. জাকিয়া তাবাসসুম জুই, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হুদা হেলাল, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার প্রমুখ।

এর আগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে দিনাজপুর শহরের বিভিন্ন প্রান্ত হতে খন্ড খন্ড মিছিল বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে ভীড় জমায় নেতাকর্মীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় সাড়ে চার বছরের সন্তানসহ নিখোঁজ গৃহিনী নির্জনা

দিনাজপুরে ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ, ১ ঘন্টা পর ছাড়লো একতা এক্সপ্রেস ট্রেন

বিরলে আলোচিত ভ্যানচালক আসাদুল হত্যা মামলার মূল আসামী মুন্নাসহ ৩ জন গ্রেফতার

সারাদেশে করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ১৩৪, শনাক্ত ৬২১৪

ঠাকুরগাঁওয়ে সাঁওতালদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হলে ও বণ্যপ্রাণী শিকার বন্ধ হচ্ছে না

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের লাঞ্ছিতের ঘটনায় প্রাথমিক তদন্তে ইউএনও

বোচাগঞ্জে এক হাজার পিচ ট্যাপেন্টাডল সহ আটক ১

প্রেসক্লাবের উদ্যোগে শনিবার শিল্পকলা একাডেমিতে গীতিকাব্য “মন পাবন”এর মোড়ক উন্মোচন ও “সুরে সুরে মন পাবন” মৌলিক গানের অনুষ্ঠান

​হজের আবেদন বন্ধ করলো সৌদি আরব

ভোটার তালিকা চূড়ান্ত হবে – ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ