Sunday , 2 July 2023 | [bangla_date]

আমদানির খবরে কাঁচা মরিচের দাম কেজিতে ১২০ টাকা কমেছে

আমদানির খবরে কাঁচা মরিচের দাম  কেজিতে ১২০ টাকা কমেছে

হাকিমপুর প্রতিনিধি\ একদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে কাঁচা মরিচের কেজিতে ১২০ টাকা কমেছে। একদিন আগেও ৫০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
ধারণা করা হচ্ছে, সোমবার থেকে স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্যটি আমদানি হতে পারে এমন খবরে দাম কমেছে। তবে আমদানি শুরু হলে দাম আরও কমে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা ক্রেতা ও বিক্রেতাদের।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আব্দুর রাজ্জাক বলেন, কাঁচা মরিচের দামের যে ঊর্ধ্বমুখী তাতে গত কয়েকদিন ভয়েই কিনিনি। রবিার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অপর ক্রেতা নারগিস সুলতানা বলেন, কাঁচা মরিচের দাম অন্য সব পণ্যকে ছাড়িয়ে গেছে। দাম বাডতে বাডতে ৫০০ টাকায গিয়ে দাঁড়িয়েছে। তবে আজকে কিছুটা কমেছে।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ জানান, বিভিন্ন কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এদিকে আমদানি ও সরবরাহও বন্ধ। এতে পণ্যটির দাম বেড়েছে। তবে শনিবারের চেয়ে রবিবার মোকামে কাঁচামরিচের দাম কিছুটা কম। দেশীয কাঁচা মরিচের পাশাপাশি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হলে দাম আরও কমবে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোযার হোসেন বলেন, সরবরাহ কমে দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্থিতিশীল হয়ে উঠেছে। দাম নিযন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে ২৫ জুন আমদানির অনুমতি দেয সরকার। এ পর্যন্ত হিলি স্থলবন্দরের সাত আমদানিকারক তিন হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পায। আইপি হাতে পেয়ে এলসি খুলে আমদানিকারকরা ভারতীয রফতানিকারককে কপি দেওযায দীর্ঘ ১০ মাস বন্ধের পর ২৬ জুন থেকে আমদানি শুরু হয। তবে একদিন পরই ঈদের ছুটির ফাঁদে আমদানি বন্ধ হয়ে যায।
তিনি আরও বলেন, ছুটি শেষে আজ থেকে দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হওযায ওই সব বন্দর দিয়ে কাঁচা মরিচ আসছে। এতে বাজারে সরবরাহ বাডায দাম কমতে পারে। সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আসা যাওয়া শুরু হবে। তবে ঈদের আগে বন্দর দিয়ে পাঁচ ট্রাকে ২৭ টন কাঁচা মরিচ আমদানি হয। যা আমরা বন্দরে ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি করেছিলাম। ভারতেই বর্তমানে পাইকারিতে কাঁচা মরিচ ১৪০ রুপিতে বিক্রি হচ্ছে। এতে পরিবহন ও আমদানি খরচ মিলে ২৪০ টাকার মতো পডবে। যার কারণে ২৫০ টাকার নিচে বিক্রি সম্ভব নয।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নের শ্রমিক দলের কমিটি গঠন

আজ (৩ ডিসেম্বর) পীরগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস

দীর্ঘ সাড়ে ৪মাস বন্ধের পর ফের মধ্যপাড়া পাথর খনি উত্তোলন শুরু

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির বার্ষিক বনভোজন

রাণীশংকৈলে ইঁদুর মারা  গ্যাস ট্যাবলেট খেয়ে হারাধন নামের এক ব্যক্তির মৃত্যু

রাণীশংকৈলে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে হারাধন নামের এক ব্যক্তির মৃত্যু

পঞ্চগড়ে জাগপার ইফতার মাহফিল

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে হাতধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মৌসুমের সর্বনিম্ন ৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড ডিসেম্বর-জানুয়ারি মাসে ৪৫ দিনই সর্বনিম্ন