Friday , 28 July 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় অস্বাভাবিক লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরমে এমন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে মানুষ।
বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং দিয়ে চালাতে হচ্ছে। ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলায় ১৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৪ থেকে ৬ মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে। রানীশংকৈল উপজেলার বাচোর গ্রামের রেজাউল করিম রাজা, হরিপুর উপজেলার রাজ্জাক, পীরগঞ্জ উপজেলার লিটন, বালিয়াডাঙ্গী উপজেলার রাজু, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ফুলবাবু, বলেন, ‘১ ঘণ্টা বিদ্যুৎ থাকলে ২ ঘণ্টা থাকে না। সমস্যাটা গত চারদিন ধরে বেশি হয়েছে। রাতেও ৪ থেকে ৫ বার বিদ্যুৎ চলে যায়।’ শহরের ফরিদা পারভীন বলেন, ‘চার দিন থাকি কারেন্টের সমস্যা চলেছে। দিনে রাতে ২৪ ঘণ্টার মধ্যে আট ঘণ্টাও কারেন্ট থাকে না। গরমোত বড় মানষিলা আইতোত বিছিনা থাকি উঠি গাওত পানি ঢালেছি। তাহো ঘুমির পারেছি না।’
লাহিড়ী হাট এলাকার ব্যবসায়ী আইনুল ইসলাম বলেন, ‘মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে সব কিছু অচল হয়ে পড়ছে। দিনে রাতে ৮ ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ আসলে এক ঘণ্টাও স্থায়ী হয় না। আইপিএস চার্জ হতে সময় লাগে তিন ঘণ্টা। এ অবস্থায় আইপিএসও বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায় বিদ্যুৎ নির্ভর অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে।’কৃষক আমজাদ হোসেন বলেন, ‘আকাশত পানি নাই। মোটরের পানি দিয়া জমিত ধান লাগাছি। কিন্তু কারেন্ট ঠিক মতো থাকেছে না, মোটরও চালেবার পারেছি না।’ রানীশংকৈল
উপজেলা পল্লীবিদ্যুৎ এজিএম আশফাক খাইরুল বলেন, ‘চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ার কারণে লোডশেডিং দিতে হচ্ছে। এছাড়াও ঠাকুরগাঁও গ্রিড থেকে দিনে রাতে ১ ঘণ্টা করে লোডশেডিং করছে। রাণীশংকৈল কার্যালয়ের আওতায় ১১টি ফিডারে ৬০ হাজার জন গ্রাহক রয়েছেন। এসব গ্রাহকের জন্য প্রয়োজন ১৪ মেগাওয়াট বিদ্যুৎ। সরবরাহ পাওয়া যাচ্ছে অর্ধেক এরও কম। ২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ৪ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছি। সরবরাহ বাড়ানোর জন্য বলছি, কিন্তু পাচ্ছি না। এ জন্য প্রতিটি ফিডারে দিন-রাতে লোডশেডিং করতে হচ্ছে। প্রতিটি ফিডারে প্রতিবার এক ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা দেশের মানুষকে উন্নয়নের গল্প শুনিয়ে বিদেশে অর্থ পাচার করেছে -পঞ্চগড়ে জাগপা মূখপাত্র রাশেদ প্রধান

করোনা পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কাহারোলে সরকারি কর্তৃপক্ষের সাথে সুশিল সমাজে সংলাপ অনুষ্ঠিত

দিনাজপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে মামলা

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৮১ দশমিক ১৬ \ এবার পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

মিথ্যা যদি বলতেই হয়…

বোচাগঞ্জে আগাম আলু উত্তোলন শুরু, ভালো ফলনে স্বস্তি

আপনাদের একটা সীল একটা এলাকার ভাগ্যের উন্নয়ন (জাপা)এমপি হাফিজ

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচনের দাবীতে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন ।