Friday , 28 July 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় অস্বাভাবিক লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরমে এমন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে মানুষ।
বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং দিয়ে চালাতে হচ্ছে। ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলায় ১৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৪ থেকে ৬ মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে। রানীশংকৈল উপজেলার বাচোর গ্রামের রেজাউল করিম রাজা, হরিপুর উপজেলার রাজ্জাক, পীরগঞ্জ উপজেলার লিটন, বালিয়াডাঙ্গী উপজেলার রাজু, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ফুলবাবু, বলেন, ‘১ ঘণ্টা বিদ্যুৎ থাকলে ২ ঘণ্টা থাকে না। সমস্যাটা গত চারদিন ধরে বেশি হয়েছে। রাতেও ৪ থেকে ৫ বার বিদ্যুৎ চলে যায়।’ শহরের ফরিদা পারভীন বলেন, ‘চার দিন থাকি কারেন্টের সমস্যা চলেছে। দিনে রাতে ২৪ ঘণ্টার মধ্যে আট ঘণ্টাও কারেন্ট থাকে না। গরমোত বড় মানষিলা আইতোত বিছিনা থাকি উঠি গাওত পানি ঢালেছি। তাহো ঘুমির পারেছি না।’
লাহিড়ী হাট এলাকার ব্যবসায়ী আইনুল ইসলাম বলেন, ‘মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে সব কিছু অচল হয়ে পড়ছে। দিনে রাতে ৮ ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ আসলে এক ঘণ্টাও স্থায়ী হয় না। আইপিএস চার্জ হতে সময় লাগে তিন ঘণ্টা। এ অবস্থায় আইপিএসও বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায় বিদ্যুৎ নির্ভর অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে।’কৃষক আমজাদ হোসেন বলেন, ‘আকাশত পানি নাই। মোটরের পানি দিয়া জমিত ধান লাগাছি। কিন্তু কারেন্ট ঠিক মতো থাকেছে না, মোটরও চালেবার পারেছি না।’ রানীশংকৈল
উপজেলা পল্লীবিদ্যুৎ এজিএম আশফাক খাইরুল বলেন, ‘চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ার কারণে লোডশেডিং দিতে হচ্ছে। এছাড়াও ঠাকুরগাঁও গ্রিড থেকে দিনে রাতে ১ ঘণ্টা করে লোডশেডিং করছে। রাণীশংকৈল কার্যালয়ের আওতায় ১১টি ফিডারে ৬০ হাজার জন গ্রাহক রয়েছেন। এসব গ্রাহকের জন্য প্রয়োজন ১৪ মেগাওয়াট বিদ্যুৎ। সরবরাহ পাওয়া যাচ্ছে অর্ধেক এরও কম। ২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ৪ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছি। সরবরাহ বাড়ানোর জন্য বলছি, কিন্তু পাচ্ছি না। এ জন্য প্রতিটি ফিডারে দিন-রাতে লোডশেডিং করতে হচ্ছে। প্রতিটি ফিডারে প্রতিবার এক ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাবেক সাংসদ শিবলী সাদিক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র‌্যালী সহ নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

বীরগঞ্জের দেবীপুরে ভাঙ্গা ব্রীজটি মৃত্যু ফাঁদে পরিণত

পঞ্চগড়ে ঘুমের ওষুধ না দেয়ায় চিকিৎসককে থাপ্পর প্রতিবাদে সহকর্মীদের মানববন্ধন

রুহিয়া খাদ্য গুদামকে ১১০ শতক জমি দান করলেন এমপি রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁওয়ে জাতীয় শোকদিবস উপলক্ষে শিশু একাডেমীর বিভিন্ন কর্মসূচী ।

রাণীশংকৈলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

মরহুম প্রফেসর ইউসুফ আলীর মৃত্যুতে শোক সভা

প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি-গৃহ হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠিত

১৩ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন