Saturday , 1 July 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের মথুরাপুর পাবলিক হাই স্কুলের ৯০ বছর পুর্তিতে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মথুরাপুর পাবলিক হাই স্কুলের ৯০ বছর পূর্তি উৎসব পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১ জুলাই শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। প্রথম অধিবেশনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয়-স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি । পরে মাঠ প্রাঙ্গনে নির্মিত সুবিশাল উৎসব মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৯০ বছর পূর্তি উৎসব বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্ষপূর্তি উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য মো: দেলওয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, গেস্ট অব অনার ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম. ফজলুর রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের প্রাপ্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মো: আব্দুল কাইউম, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, অত্র বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক এম. খলিলুর রহমান, আব্দুল হামিদ, প্রধান শিক্ষক মো: আলমগীর, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, পূর্তি উৎসব বাস্তবায়িন কমিটির আহবায়ক ও ঠাকুরগাঁও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী স্বনামধন্য ধারাভাষ্যকার সুজন খান। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন এমন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শেষে দ্বিতীয় অধিবেশনে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ-সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিভিন্ন বিষয়ে তদারকি ও সহযোগিতা করে এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন অব মথুরাপুর পাবলিক হাই স্কুল সংগঠনের সদস্যবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের পামনদী সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা দলের সদস্যদের দুইদিনের প্রশিক্ষণ সমাপ্ত

আজকের কন্যাশিশু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সুনিপুন কারিগর হিসেবে গড়ে উঠবে—হুইপ ইকবালুর রহিম এমপি

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ বিতরণ

তেঁতুলিয়ায় জামায়াতে ইসলামী কর্তৃক সিরাতুন্নবী(সাঃ)মাহ্ফিল

বোদা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হকিকুল, সম্পাদক রহমান

বই এর নির্যাস প্রকৃত জ্ঞান আহরনে সহায়ক-এমপি জুঁই

দিনাজপুরে সিভিল সার্জনের পরিচয় ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আটক-১

ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে টোল আদায় বন্ধ হচ্ছে

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির মতবিনিময়