Wednesday , 19 July 2023 | [bangla_date]

দিনাজপুরে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ২৫, চার বাস ভাঙচুর

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুর-দশমাইল মহাসড়কের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সামনে বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেলে উভয় পক্ষের ২৫জন আহত হয়েছেন। এসময় বিএনপির বিভাগীয় সমাবেশে আসা ৪টি বাস ভাংচুর করা হয় এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু হুসাইন বিপুর গাড়ীতে হামলা-ভাংচুর হয়। এসময় বিপুসহ ৭জন আহত হয় বলে দাবী করেন আবু হুসাইন বিপু।
গতকাল বুধবার দুপুর ১ টার দিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সামনে এই ধাওয়া-পাল্টা ধাওয়াসহ হামলার ঘটনা ঘটে। বিকাল ৪টা পর্যন্ত এই অবস্থা চলে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে ওই এলাকায়।

জানা যায়, বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় অংশ নেওযার জন্য বেলা ১১টা থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীরা দিনাজপুরে আসতে শুরু করেন। বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে নেতা-কর্মীরা হাত উঁচিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি বাস আটক করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর করে। গাড়ি থেকে বিএনপির নেতা-কর্মীরা নামলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরপরই বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয় সংঘর্ষ হয়। এ সময় উভয় দলের নেতা-কর্মীরা বাঁশ, কাঠ ও লোহার রড নিয়ে পাল্টাপাল্টি ইটপাটকেল ছুড়তে থাকেন। এই ঘটনায় চারটি বাস ভাঙচুর করা হয়। দুই পক্ষের কমপক্ষে ২৫জন আহত হন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু হুসাইন বিপু জানায় দুপুওে দিনাজপুর অভিমুখে আসার সময় আমার গাড়ীবহওে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এতে আমিসহ ৭জন আহত হয়েছি।
এসময় সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ময়নুল চৌধুরী বলেন, বেলা দেড়টার দিকে আমাদের গাড়িবহর হাজী দানেশ বিশ্ববিদ্যালয় পৌঁছালে ওই ভার্সিটির ছাত্রলীগের প্রায় ২০০ থেকে ২৫০ সদস্য অতর্কিত হামলা চালায়। তাদের অধিকাংশ নেতা-কর্মীরা মাথায় হেলমেট এবং হাতে ধারালো অস্ত্র ছিল। ইটপাটকেল ছুড়ে গাড়িগুলো ভাঙচুর করে। তাদের এলোপাতাড়ি আক্রমণে প্রায় ২৫ জনের মতো আহত হয়েছে।
সংঘর্ষে আহত সৈয়দপুর রাজনৈতিক জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব আসিফ ইকবাল বলেন, ছাত্রলীগের অতর্কিত হামলায় আমার দুই পায়ে আঘাত পেয়েছি। আরও আহত হয়েছেন সৈয়দপুর স্বেচ্ছাসেবক দলের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশের জনগণের মুখে হাসি ফোটানোই শেখ হাসিনার লক্ষ্য-এমপি গোপাল

বিরলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

বিরলে অটো চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

বীরগঞ্জে জমজমাট প্রচারে নেমেছে প্রার্থীরা

মত বিনিময়কালে জেলা প্রশাসক সরকারের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে পল্লীশ্রী কাজ করবে

পীরগঞ্জে স্বাধীনতা বিরোধী পিতা ও কন্যাকে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা বানানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সিভিল সার্জন ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করে তাই নয়- মৃত্যুর ঝুঁকিও কমায়

হরিপুরে নির্মাণের দু’মাসেই আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল আশ্রয় নেয়া মানুষগুলোর দিন কাটছে আতঙ্কে।

ঘোড়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গবন্ধু মেধা অন্বেষণ -২০২৪ “ভাষা ও সাহিত্য” বিষয়ে দেশসেরা আতিফা রহমানকে সংবর্ধনা প্রদান