Sunday , 23 July 2023 | [bangla_date]

দিনাজপুর ইনষ্টিটিউটের ৩০তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনষ্টিটিউটের ৩০তম বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় দিনাজপুর ইনষ্টিটিউট প্রাঙ্গনে সংগঠনের ও জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৩০তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করা হয়।
দিনাজপুর ইনষ্টিটিউটের সহ-সভাপতি মোঃ নুরুল আলম এর সভাপতিত্বে শোক প্রস্তাব পাঠ করেন এ্যাডঃ নুরুল ইসলাম। ২৯তম বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তবলি পাঠ করেন অধ্যাপক সর্দার মোঃ শফিউল আলম (বুলবুল)। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন দিনাজপুর ইনষ্টিটিউটের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ। কোষাধ্যক্ষে কর্তৃক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ খন্দকার আরিফুজ্জামান নাঈম। অডিটরের রিপোর্ট পেশ, অডিটরের সম্মানী ভাতা পেশ, বাজেট পেশ করেন আভ্যন্তরিন হিসাব পরীক্ষক অশোক কুমার কুন্ডু। প্রতিবেদনের উপর মুক্ত আলোচনায় অংশ নেন সাধারণ সদস্য আবু জাহিদ মোঃ সারওয়ারুল ইসলাম (ক্লিপ্টন), হাসানুজ্জামান উজ্জ্বল ও গোলাম নবী দুলাল। অনুষ্ঠানে সম্প্রতি ভারতের মহত্মা গান্ধী শান্তি পুরষ্কার প্রাপ্ত সংগঠনের সহ সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তীকে বিশিষ্ট নাট্যজন কাজী বোরহান, শামসুল আলম এবং প্রাণীসম্পদ মন্ত্রনালয় কর্তৃকঃ “ডেইরি আইকন” পদক প্রাপ্তিতে শ্যামল কুমার ঘোষকে এবং সিলিগুড়ী এবং কোলকাতায় শিশু সংগঠক হিসেবে পুরষ্কিত হওয়ায় মনিরুজ্জামান জুয়েলকে উত্তরীয়, ফুলের তোরা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হাসানুজ্জামান উজ্জ্বল ও ফয়সাল হাবীব সুমন। সদস্যদের আলোচনার প্রেক্ষিতে উত্তর দিয়ে বক্তব্য রাখেন দিনাজপুর ইনষ্টিটিউটের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ। সাধারণ সভা শেষে দিনাজপুর ইনষ্টিটিউট কার্যালয়ে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন করেন প্রধান নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোঃ নকিবুল হক, রেজাউল ইসলাম ও রবিউল ইসলাম। উল্লেখ্য মোঃ রফিকুল ইসলাম- আব্দুস সামাদ- সুনীল চক্রবর্তী পরিষদের শুধুমাত্র সহ-সভাপতি পদে অধ্যাপক আমিনুল হক, সহ-সভাপতি পদে শামসুল আলম, সহ-সভাপতি পদে প্রকৌঃ মোঃ মহিউদ্দীন আলমগীর ও সাধারণ সম্পাদক পদে সুনীল চক্রবর্তী এবং সতন্ত্র প্রার্থী হিসেবে সহ সভাপতি পদে এ্যাডঃ আমিনুল ইসলাম (তুফান), একেএম মেহেরুল্লাহ বাদল সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে আন্তঃজেলা দলের কুখ্যাত ৪ ডাকাত গ্রেপ্তার

দিনাজপুরসহ চার জেলার রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমুলক সভায় কোনো চাপ নেই,সংবিধান সমুন্নত রেখে নির্বাচন হবে —নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

দিনাজপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বোচাগঞ্জে ব্রীজ দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বীরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুরের বিরলে অদ্ভুত একটি বাছুরে জন্ম

পীরগঞ্জ থানার ওসি’র মোবাইল নম্বর ক্লোন করে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নিকট টাকা দাবি

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৫০

ঠিক নেতৃত্ব বেছে নিতে না পারলে সামাজিক বিপর্যয় দেখা দিবে যে টা থেকে আমরা কেউ রক্ষা পাবো না ——–নৌপরিবহন প্রতিমন্ত্রী