Friday , 7 July 2023 | [bangla_date]

ফুলবাড়ীতে ২৯ বছর পর শিক্ষক সমিতির নির্বাচন পাঁচটি পদে প্রতিদন্দিতা করছে ১৪জন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক সমিতির নির্বাচন। এ নির্বাচনে সমিতির ১৯টি পদের মধ্যে ১৪টিতে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হওয়ায় বাঁকি পাঁটি পদের বিপরিতে প্রতিদন্দিতা করছেন ১৪জন।
এর মধ্যে সভাপতি পদে চারজন, সাধারন সম্পাদক পদে দু’জন, যুগ্ম সাধারন সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে দু’জন ও অর্থ সম্পাদক পদে তিন জন। আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে ভোট গ্রহন।
সভাপতি পদে প্রতিদন্দিতা করছেন মেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলচন্দ্র, চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আলম, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক ও নন্দিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম।
সাধারন সম্পাদক পদে প্রতিদন্দিতা করছেন সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও চৌরাইট মহেষপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন।
যুগ্ম সাধারন সম্পাদক পদে প্রতিদন্দিতা করছেন ফুলবাড়ী হোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাছান, দাদুল চৌকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদন্দিতা করছেন সিএম নিকেতন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরির চর্চা) কামরুজ্জামান ও খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরির চর্চা) জুলফিকার আলী।
অর্থ সম্পাদক পদে প্রতিদন্দিতা করছেন দামার মোড় মালঞ্চা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গির আলম ও রাজারামপুর এসইউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেন।
নির্বাচন প্রস্ততি কমিটির আহবায়ক এস শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার বলেন সমিতির ১৯টি পদের মধ্যে ১৪টি পদে এক প্রার্থী হওয়ায় তাদেরকে বীনা প্রতিদন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। বাঁকি ৫টি পদের বিপরিতে প্রতিদন্দিতা করছেন ১৪জন।
এদিকে সমিতি প্রতিষ্ঠা কালিন থেকে সমজোতা ভিক্তিক কমিটি গঠন করা হলেও, এবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যাপক আলোচনা চলছে নির্বাচনকে ঘিরে। শহরের মোড়ে মোড়ে চলছে শিক্ষক সমিতির নির্বাচনের আলোচনা, সন্ধা নামার সাথে সাথে শিক্ষকদেও সাথে কুশল বিনিময়ে ব্যস্থ নির্বাচনের প্রতিদনিন্তাকারী শিক্ষকরাও।
সাধারন সম্পাদক পদে প্রতিদন্দিতাকারী মিজানুর রহমান বলেন এতোদিন সমজোতা ভিক্তিক কমিটি গঠন করা হলেও সাধারন শিক্ষকদেও প্রত্যাশা পুরন হয়নি, এ বার নির্বান হওয়ায় সাধারন শিক্ষকদেও নিকট জবাবতিহিতা বৃদ্ধিপাবে ও সাধারন শিক্ষকদের ইচ্চার প্রতিফলন ঘটবে। এতেকওে সমিতি পরিচালনায় সচ্ছতা বৃদ্ধিপাবে।
এদিকে সভাপতিপদে প্রতিদন্দিতাকারী মেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যামলচন্দ্র বলেন ভোটে গ্রামের শিক্ষকরা গ্রামভিক্তক নেতা বেচেঁ নিবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কিশোরী মেয়েদের মাঝে ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে উপ-পরিচালক প্রতিটি কিশোরীকে ঋতুকালীন স্বাস্থ্যবিধি মেনে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে

পীরগঞ্জে বিএনপি নেতা তবারক আলীর মৃত্যু

রুহিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

দিনাজপুরে যাত্রীবাহী বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪

বীরগঞ্জে ইউপি সদস্য কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ

চিরিরবন্দরে স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

ঘোড়াঘাটে পালশা ইউনিয়ন বিএনপির কর্মী ও সুধী সমাবেশ

পঞ্চগড়ে ক্লিনিকের তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাণীশংকৈলে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্য