Sunday , 2 July 2023 | [bangla_date]

ফুলবাড়ী প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় ওয়াহিদুল ইসলাম ডিফেন্স সাধারণ সম্পাদক ও আব্দুল কাইয়ুম সহ-সভাপতি নির্বাচিত

ফুলবাড়ী প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা গতকাল রোববার (২ জুলাই) সকাল ১০ টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাইয়ুম সহসভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে এবং দৈনিক পত্রালাপ প্রতিনিধি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডলের সঞ্চালনায় আয়োজিত ফুলবাড়ী প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন কার্যকরী সদস্য দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, কোষাধ্যক্ষ দৈনিক মাধুকর প্রতিনিধি শিক্ষক ধীমান চন্দ্র সাহা, কার্যকরী সদস্য দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি প্লাবন শুভ, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোকারর হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি প্রভাষক রীতা রানী কানু, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মোস্তাক আহম্মদ, দৈনিক নিলফামারী প্রতিনিধি হীরেন্দ্র নাথ বর্মন, নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাইয়ুমকে সহসভাপতি, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সকে সাধারণ সম্পাদক ও হীরেন্দ্র নাথ বর্মনকে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, ফুলবাড়ী প্রেসক্লাবের ২০২৩-২০২৪ বর্ষের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার স্বীয় পদ থেকে পদত্যাগ করায় সাধারণ সম্পাদকের পদটি শূন্য হয়। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। গতকাল রোববার (২ জুলাই) বিশেষ সাধারণ সভার মাধ্যমে সাধারণ সম্পাদকের পদটি পূরণ করা হয়। এতে সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সহ-সভাপতির পদটি শূন্য হওয়ায় কার্যকরী সদস্য মো. আব্দুল কাইয়ুমকে সহসভাপতি এবং হীরেন্দ্র নাথ বর্মনকে কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শুক্রবার দেশের ইন্টারনেটে ধীরগতি থাকবে

পঞ্চগড়ে এক তরুণীকে আনুষ্ঠানিকভাবে ফেরত দেয়ার পর আরো ৯ নারী-শিশুকে ঠেলে পাঠাল বিএসএফ

আত্রাই নদীতে নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

খানসামায় কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

তিন বিশ্ব সংস্থার যৌথ উদ্যোগে কো-চেয়ার মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা জানিয়ে পীরগঞ্জে আনন্দ মিছিল

শীতের আগমনের বীরগঞ্জে লেপ-তোষক তৈরির ধূম

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আটোয়ারী আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ৩৫ তম বৈশাখী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

হরিপুর উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত