Wednesday , 26 July 2023 | [bangla_date]

বীরগঞ্জে আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: আগামী ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকেল ৫টায় শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে ওই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নুরিয়াস সাঈদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ আবদুল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ এসএম নুর আলী, অর্থ বিষয়ক সম্পাদক খালেদ হাবিব সুমন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহজাহান নভেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রহমতুল্লাহ রহমত, উপ-দপ্তর সম্পাদক, নির্বাহী সদস্য শেখ জাহাঙ্গীর বাবুল, নির্বাহী সদস্য ও কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু হুসাইন বিপু, নির্বাহী সদস্য মোঃ নুর ইসলাম নুর, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হামিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, জেলা পরিষদ সদস্য মোঃ রোকনুজ্জামান বিপ্লব প্রমুখ।

অনুষ্ঠানে রংপুর বিভাগীয় মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে সমাবেশে যোগদানে নেতাকর্মীসহ সাধারন মানুষকে উদ্ধুদ্ধ করার জন্য এলাকায় ব্যাপক প্রচার প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহনের জন্য সকলে মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রস্তাবিত উপজেলা কমিটির সদস্য, দলীয় উপজেলা চেয়ারম্যান, পৌর সভার মেয়র, জেলা পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, পৌর কমিটির সভাপতি ও সম্পাদক, ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ২৫০কোটি টাকা ঋণের বোঝা ও শতকোটি লোকসান নিয়ে দীর্ঘদিন চালু ছিল চিনিকল

হুই‌সেল ব্লোয়ার হোন; কেবল নি‌জেকে নয়, চারপাশ‌কেও দুর্নী‌তিমুক্ত রাখ‌তে কাজ করুন

টেরাকোটার অনন্য নিদর্শন ৩ শত বছরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির

শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে- এ এইচ তূর্য-এর ‘‘অভিমানী বাঁকা চোখে’’

খানসামায় মাদক ও সন্ত্রাস বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে ১০০০ পিস মাস্ক বিতরণ

বোচাগঞ্জে শিশু সুমাইয়া হত্যাকান্ডে রহস্য উৎঘাটন হত্যাকন্ডে জড়িত মা ও দাদি গ্রেফতার

রাণীশংকৈলে প্রয়াত খায়রুল আলমের স্মরণে দোয়া ও শোক সভা

ঠাকুরগাঁওয়ে বিধবা ও বয়স্ক ভাতা বাছাইকরণ সভা অনুষ্ঠিত

উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে প্রাণ গেলো শিশুর

উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর