Monday , 31 July 2023 | [bangla_date]

বীরগঞ্জে জমি নিয়ে বিবাদে অনিশ্চয়তায় ভুগছে পুলিনের পরিবার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘ ৩০ বছর ধরে বসতবাড়িতে বসবাস করতে গিয়ে প্রাণনাশের বিভিন্ন হুমকি ধামকিসহ নানা হয়রানি শিকার পুলিন রায় পরিবার। উপজেলার সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত ধরনী কান্ত রায়ের ছেলে পুলিন চন্দ্র রায় (৩৮) সহ তার পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, বেশকিছুকাল আগে নিজেদের প্রয়োজন ও সুবিধার্থে একই গ্রামের মৃত হেদায়তুল্যার ছেলে মো: আবুল হোসেন এর নিকট হতে দক্ষিণ রঘুনাথপুর মৌজার জে,এল,নং- ৬৩, খতিয়ান নং-৯৪৭/৯৬৪(নতুন), এস,এ-১৪৭ ও সিএস – ১৪২,দাগ নং- ২০৬৯ অনুযায়ী দাঙ্গা মোট ১০ শতক একর জমি বিনিময় বা এ ওয়াজ বদল দলিলমূলে পুলিন চন্দ্র রায় উল্লেখিত জমির দখলাদি বুঝিয়ে নিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল ও পরবর্তীতে অত্র বিনিময়পত্র দলিল রাজস্ব সেরেস্তাায় পেশ করে নামজারি, খারিজ ও হালনাগাদ খাজনাদি করিয়ে নেয় এবং (ঢাকা- পঞ্চগড়) মহা সড়কের প্রায় ৬০ ফিট বাদ দিয়ে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। এরই একপর্যায়ে চৌপুকুরিয়া গ্রামের মৃত তরনী কান্ত দেবনাথের ছেলে বিরেন্দ্র দেবনাথ(৪০)তফসিল বর্ণিত সম্পত্তিতে মাটি ভরাট ও টিনসেড ঘর নির্মাণকালে জমিজমার আংশিক নিজেদের নামীয় বলে দাবি করে বাধা প্রদান ও আদালতে এন,জি,আর ৮৩/২৩ নং মিথ্যা মামলা আনয়ন করে এবং পরবর্তীতে আইন- শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে থানার তদন্ত কর্মকর্তার প্রসিকিউশন অনুযায়ী আদালতে উপস্থিত হয়ে উভয়পক্ষই কেউ কারো শান্তি ভঙ্গ করবেনা মর্মে আশ্বস্ত করে অঙ্গীকার নামার মাধ্যমে মামলা নথিজাত হয় বলেও জানান পুলিন সহ তার দুই স্ত্রী প্রতিমা রায়(৩২) ও উজ্জলা রায়(২৬)। তদুপরি স্থানীয় কুচক্রী মহলের মদতে প্রাণনাশের বিভিন্ন হুমকি ধামকিসহ এই সম্পত্তি দখলা- দখলি হবার সম্ভাবনার বিষয়টি নিয়ে ইতিপূর্বেই সাতোর ইউনিয়ন পরিষদ, বীরগঞ্জ থানা চত্বরে পুলিশ ও স্থানীয় গন্যম্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দলিল পত্রাদি নিয়ে আলোচনায় বসেও কোন সুরাহা হয়নি । অপরদিকে বিভিন্ন সময়ে বিবাদীপক্ষের যোগসাজসে ভাড়াটিয়া মাস্তান বাহিনীর নানানভাবে হুমকি – ধামকি প্রদর্শনের কারনে পুলিন বাদী হয়ে আদালতে দায়ের করা অপর একটি মামলা চলমান রয়েছে। তাই বিষয়টি নিয়ে থানা পুলিশের হয়রানি থেকে মুক্তি সহ জমিজমা রক্ষার্থে সহযোগিতা পেতে বিষয়টিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পুলিনের পরিবার ।
এ ব্যাপারে বীরেন্দ্র দেবনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি উদ্ভুত পরিস্থিতি ও ঘটনার সত্যতা স্বীকার করে নিজের পৈত্রিক সম্পত্তির সপক্ষে প্রয়োজনীয় দলিল পত্রাদি উপস্থাপন করেন এবং বিষয়টি নিয়ে আপোষ মিমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দাবী জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

বীরগঞ্জ-কাহারোলে নেতাকর্মীদের উদ্দেশ্যে মনোরঞ্জন শীল গোপাল নৌকার বিজয় নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক আসাদুল্লাহ আসাদ নির্বাচিত

দিনাজপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশে ফিজার এমপি আন্দোলন কর্মসূচির নামে জনগণের সাথে ঠাট্টা করছে বিএনপি-জামাত

হরিপুরে পূর্ব শত্রুতার জের ধরে ৫ শতাধিক ফল আশা লাউ গাছ কর্তন

পীরগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

কান্তজিউ মন্দিরকে পূর্ণাঙ্গ পর্যটন এলাকায় পরিণত করা হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খানসামার সেই কুমারপাড়ায় দুর্গোৎসবের আমেজ নেই

হিলিতে কমেছে কিছু নিত্যপণ্যের দাম, স্বস্তিতে ক্রেতারা

দিনাজপুরে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সেমিনার