Sunday , 16 July 2023 | [bangla_date]

বোচাগঞ্জে বাক প্রতিবন্ধীদের জন্য অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ ”সর্বত্র ছড়িয়ে পড়–ক আনন্দের সুভাশীতধারা, ভালোবাসায় বেঁচে থাক ওরা” দেখতে পরিপুর্ণ স্বচ্ছ সুন্দর একটি মানুষ, সাজগোজ চলাফেরা, এমনকি মোটরসাইকেল নিয়ে ঘুড়ে ফিরে আসছেন প্রিয় নীড়ে। স্ত্রী সন্তান, স্বামী সব আছে । নেই শুধু মুখের ভাষা। এই কথা বলতে না পারার বেদনা অষিম। কে আছে শুধাবে তারে, হৃদয় গহীনের অব্যক্ত কথা বলিবে মোরে। কয়েকজন একসাথে হলে, তারা তাদের মাঝে কথা বলতে পারে ইশারায়। বলতে পারে একে অন্যের সুখ দুঃখের কথা, কয়েকজন একসাথে হলে দুষ্টোমিতে মেতে উঠে। যেন হারিয়ে যায় এক অন্য রঙ্গীন জগতে। বলছি বাকপ্রতিবন্ধীদের (বোবা) কথা। সেই বাকপ্রতিবন্ধীদের প্রয়োজনীতা অনুভব করে দিনাজপুরের বোচাগঞ্জে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির পৃষ্ঠপোষকতায় ও উপজেলা যুবলীগের সার্বিক সহযোগিতায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বাক প্রতিবন্ধীদের বসার জন্য একটি অস্থায়ী অফিস কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
১৬ জুলাই রবিবার বিকেলে বোচাগঞ্জে রবিন্দ্র-নজরুল মঞ্চ সংলগ্ন স্থানে বোচাগঞ্জ উপজেলার বাক প্রতিবন্ধীর অস্থায়ী অফিস কার্যালয় উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী। এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ এম, বিল্লাহ জুয়েল, যুবলীগের সভাপতি আকতারুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, যুবনেতা নয়ন সহ উপজেলার প্রায় ৫০ জন বাকপ্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন জানান, বাক প্রতিবন্ধী হলেও তারা মানুষ, মুখে কথা বলতে না পারলেও তারা ইশারার মাধ্যমে একে অপরের সাথে ভাব বিনিময় করতো। বেশ কিছুদিন পুর্বে তারা সপ্তাহে একদিন বোচাগঞ্জের আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের বারান্দায় বসে কয়েকজন বাকপ্রতিবন্ধী তাদের মধ্যে আলাপ চারিতায় আড্ডা বসতো। তাদের এই আলাপ চারিতা দৃশ্য দেখে আমাদের হৃদয়ে দাগ কাটে। ভাবতে থাকি তাদের সুন্দর পরিবেশে বসার নির্দিষ্ট একটি জায়গার প্রয়োজন। এই প্রয়োজনীয়তা অনুভব থেকেই বোচাগঞ্জ-বিরলের সংসদ নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে তাদের সাক্ষাৎ করানো হয়। নৌ প্রতিমন্ত্রীর দিক নির্দেশনা মতে বাক প্রতিবন্ধীদের জন্য আজকের এই অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হল। এই কার্যালয়ে উপজেলার প্রায় ৫০ জন বাক প্রতিবন্ধী তাদের মাঝে আলাপ চারিতা ও বিনোদনের প্রয়োজনে যে কোন সময়ে এই কার্যালয়ে এসে তারা মিলত হবে। বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ক্যারাম বোর্ড ও চেয়ার প্রদান করা হয়। সেই সাথে বাক প্রতিবন্ধীদের যে কোন প্রয়োজনে তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ^াস দেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ক্ষতিগ্রস্ত কৃষকদের সবজি এবং ধানের চারা বিনামূল্যে বিতরণ করবে হাবিপ্রবি

সেতাবগঞ্জ সরকারী খাদ্য গুদামে ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

কাহারোলে মোটরসাইকেল পিক-আপ মুখোমুখি সং-ঘর্ষে নি-হত -১

১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন এ দেশে আর হবে না–ওবায়দুল কাদের

দিনাজপুরে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১শীর্ষক নবম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে পূর্ব আক্রোশের জেরে দু’পক্ষের সংর্ঘষে নিহত-১ আহত – ৯ জন

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত সেমিনার

বীরগঞ্জের চৌধুরীহাটে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনীয় অফিস উদ্বোধন

হরিপুর ইমারত নির্মাণ শ্রমিক নির্বাচন: সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে

দৈনিক নওরোজ ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ