Monday , 24 July 2023 | [bangla_date]

শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্র চলছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজর-১ আসনের (বীরগঞ্জ-কাহারোল)সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ পৃথিবীর কোনো শক্তি বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না বলেই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। সেই কারণে তারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে ঐক্যবদ্ধ আছে। পৃথিবীর কোনো শক্তি নেই ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসেবে বিএনপি এবং তাদের শরিকরা প্রতিহিংসাপরায়ণ হয়ে উন্নয়ন অগ্রগতির ধারাকে স্তব্ধ করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমরা (আওয়ামী লীগ) প্রতিহিংসা ও সহিংসতায় বিশ্বাস করি না। আমরা প্রতিযোগিতায় বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী।
রোববার (২৩ জুলাই ২০২৩) বিকেলে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে একতা উচ্চ বিদ্যালয়ের ৩য় তলার উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউপি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধন চন্দ্র দেবনাথ। এর আগে মরিচা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় ভিনদেশি কমলার চারা তৈরি করে আতাউর রহমান হয়ে উঠেছেন স্বাবলম্বী

ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও সেতাবগঞ্জ-দিনাজপুর সড়কে চরম ভোগান্তি

পীরগঞ্জে থানা পুলিশের সাথে নাগরিক সমাজের সংলাপ অনুষ্ঠিত

‘বাংলাদেশে গমের টেকসই উৎপাদন: প্রতিবন্ধকতা উত্তরণে প্রস্তাবনা’ শীর্ষক কর্মশালা

পঞ্চগড়ে সাত হাজার শিশুকে নিয়ে শীত আনন্দ উৎসব

বীরগঞ্জে দু’টি স্কুলের নতুন একাডেমি ভবন পরিদর্শনে উপ-পরিচালক এমদাদুল কবীর

দিনাজপুরে নারীদের অংশগ্রহনে ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত

হরিপুরে নবাগত ইউএনওর সঙ্গে মত বিনিময়

বীরগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুরে উত্তরন সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্দ্যোগে আউট-সোসিং এর মাধ্যমে আয়ের উৎস তৈরি শীর্ষক দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত