Friday , 28 July 2023 | [bangla_date]

সভাপতি মোস্তা – সম্পাদক তারেক রাণীশংকৈলে কেন্দ্রীয় টাউন ক্লাবের নির্বাচন সম্পন্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কেন্দ্রীয় টাউন ক্লাবের উৎসব মুখোর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতি হীন ভাবে ভোট গ্রহণ চলে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
এতে সভাপতি পদে প্রভাষক মোস্তাফিজুর রহমান (মোস্তা) সাধারণ সম্পাদক পদে আ’লীগ নেতা তারেক আজিজ নির্বাচিত হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রভাষক মোস্তাফিজুর রহমান মোস্তা (রিক্সা প্রতিক) ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ছিলেন পৌর কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম (ছাতা প্রতিক) তিনি পেয়েছেন ১৮৯ ভোট। তবে আরেক প্রার্থী রবিউল ইসলাম রবি আগেই ভোট থেকে সরে দাঁড়িয়ে ছিলেন। এবং সাধারণ সম্পাদক পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে তারের আজিজ (ফুটবল প্রতিক) ৩৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর আলম দেওয়াল ঘড়ি প্রতিক তিনি পেয়েছেন ৯৩ ভোট।

নির্বাচনে রাণীশংকৈল যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রধান প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন।

কেন্দ্রিয় টাউন ক্লাবের আহব্বায়ক সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকী বলেন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিয়েছি। ভোটাররা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচনে ৯৭% মানুষ ভোট দিয়েছেন। নির্বাচনে কোন বিশৃঙ্খলা হয়নি এইজন্য সকলকে কে ধন্যবাদ জানাই। নির্বাচনে ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ১৬ ফেব্রুয়ারি পালিত হবে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২

বোচাগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফছার আলীর মায়ের দাফন সম্পন্ন

বোচাগঞ্জে আগের মূল্যে সোয়াবিন তেল বিক্রি করছেন সাহা এন্ড সন্স ঃ গ্রাহকদের দীর্ঘ লাইল

পঞ্চগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

রাণীশংকৈলে বিএনপি নেতার হাতে হেনস্থার স্বীকার গনঅধিকার পরিষদ নেতা

ঐতিহ্যবাহী নবরূপীর বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত আব্দুস সামাদ-নাজমুল হক-সিফাত-ই-জাহান শিউ-এ্যাডঃ নুরুল ইসলাম পরিষদের শপথ গ্রহন

ঐতিহ্যবাহী গর্ভেশ্বরী শ্মশান সংস্কার কমিটির সভা ও সম্মাননা প্রদান

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

হলিল্যান্ড স্কুল দিনাজপুর এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ন’জুর মৃত্যুতে রাণীশংকৈল সঙ্গীত বিদ্যালয়ের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত