Sunday , 2 July 2023 | [bangla_date]

হরিপুরে ইউপি উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আসন্ন আমগাঁও ইউপি উপনির্বাচনে আচরণবিধি মানছেন না প্রার্থীরা। নির্বাচনী আচরণ বিধি না মেনে ঘরের (বিল্ডিং) এর দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটানোর প্রতিযোগিতা চলছে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে । প্রচারণার সময় অনুসরণ না করে দিন রাত চলছে উচ্চস্বরে মাইকে প্রচারণা।রয়েছে ডিজিটাল সাউন্ড সিস্টেমে পিকাপে প্রচারণা।

রবিবার (২ জুলাই) উপজেলার আমগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় , নির্বাচন জমে উঠেছে হাটবাজারের পান ও পাড়া মহল্লার চায়ের দোকানগুলোতে সেখানে ভিড় করছেন বিভিন্ন প্রার্থীর কর্মী-সমর্থকেরা। চা পানের পাশাপাশি চলছে ভোট প্রার্থনা। বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে প্রতিযোগিতা করে সাঁটানো হয়েছে পোস্টার।

হরিপুর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচন ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের পর নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের জমজমাট প্রচারণা।

স্থানীয়রা বলছেন, প্রশাসনের নজরদারি না থাকায় আচরণবিধি লঙ্ঘন করে ইচ্ছামতো প্রচারকাজ চালাচ্ছেন প্রার্থীরা।

উপজেলার নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা আমগাঁও ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৭৩ জন। পুরুষ ১১ হাজার ৪০৪ ও নারী ১০ হাজার ৬৬৯ জন। আমগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কায় চেয়ারম্যান প্রার্থী (নৌকা মার্কায়) প্রতীক পেয়েছেন উমাকান্ত ভৌমিক, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীরা হলো- স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবর রহমান চৌধুরী (ঘোড়া মার্কা ) প্রতীক,স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর ( চশমা মার্কা )প্রতীক,স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মনোয়ার হোসেন (মিঠুন)(অটোরিকশা মার্কায়) প্রতীক পেয়েছেন ।

ইউপি নির্বাচন আচরণবিধি ২০১৬ অনুযায়ী, প্রতিষ্ঠানের দেয়াল, যানবাহনে পোস্টার, প্রচারণাপত্র লাগানো যাবে না।নিয়ম নীতির তোয়াক্কা না করে।দোকান, বাসাবাড়ির দেয়াল, শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে পোস্টার।

হরিপুর নির্বাচন অফিসার আব্দুল মান্নান বলেন, যে প্রাথী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে তাঁর বিরুদ্ধে অবশ্যই আইন গত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি’র প্রধান ফটকে যাত্রী ছাউনিতে ভূমি সূতার উদ্দ্যোগে ভাষা সৈনিক কমরেড আসলেহ্ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগারের দ্বিতীয় শাখা উদ্বোধন

১৯৭১ এ বাংলাদেশে গনহত্যা ও জেনেসাইট এর জাতিসংঘ স্বীকৃতির দাবীতে দিনাজপুরে ‘আমরা একাত্তরের’ সমাবেশ

হরিপুরে সোনালী আঁশ ছড়াতে  ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষাণীরা

১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১ : অপর সহযোগি পলাতক -জেলা পুলিশের সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে মোয়াজ্জেম ও আজাদের ইন্তেকাল

রাণীশংকৈলে মোয়াজ্জেম ও আজাদের ইন্তেকাল

পীরগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভা

পীরগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভা

রাণীশংকৈলে হযরত মুহাম্মদ (সাঃ) জন্ম উৎসবে আনন্দ মিছিল

ঠাকুরগাঁওয়ের গোধুলী বাজারে গণ শৌচাগারের নির্মাণ কাজের উদ্বোধন

আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয়সভা অনুষ্ঠিত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত