Wednesday , 16 August 2023 | [bangla_date]

আটোয়ারীতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে “কৃষিই সমৃদ্ধি” শ্লোগানকে সামনে রেখে ২০২৩-২০২৪ অর্থবছরে কাজুবাদাম ও কফি গবেষনা, উন্নয়ন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে স্থানীয় কৃষি বিভাগের নিজস্ব কার্যালয়ে ৬০ জন উপকারভোগী কৃষক নিয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুনের শুভেচ্ছা বক্তব্যে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি বিভাগ, দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ডিএই) মোঃ শামীম আশরাফ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত থেকে প্রশিক্ষণে সহযোগিতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ফরহাদ হোসেন।
উল্লেখ যে, কাজুবাদাম ও কফি উচ্চমূল্যের অর্থকরী ফসল। আমাদের দেশে কাজুবাদাম ও কফির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার কৃষি বিভাগের মাধ্যমে সমন্বিত উদ্যোগ হাতে নিয়েছে। দেশে কাজুবাদাম এবং কফির চাষাবাদের প্রচুর সম্ভাবনা রয়েছে। তাই এই দুটি ফসল চাষের আওতায় আনতে কৃষি বিভাগ ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক ২১১ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। দেশের পাহাড়ি অঞ্চল ও উত্তরাঞ্চলের অনেক জায়গায় কাজুবাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতেই দেশের ২৮টি জেলায় এবং ৮৮টি উপজেলায় কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উচ্চফলনশীল ও উন্নত জাতের চারা উদ্ভাবন এবং প্রযুুক্তি হস্তান্তর করা হবে। পাশাপাশি প্রক্রিয়াজাত ও বাজারজাত করনেও প্রশিক্ষণ দেয়া হবে। আরো উল্লেখ যে, গৃহীত প্রকল্পের লক্ষমাত্রা অনুযায়ী ২ লাখ হেক্টর জমিতে কাজুবাদাম আবাদ করে বছরে ৯ হাজার কোটি টাকা এবং ১ লাখ হেক্টর জমিতে কফি চাষ করতে পারলে ২ লাখ টন কফি উৎপাদন করে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা আয় করা সম্ভব। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নর্থ ভিউ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডাঃ ইজদানী

কেয়ার মেডিকেল টেকনোলজী ইনস্টিটিউট’র ভিত্তি প্রস্থর

বোচাগঞ্জে সম্পত্তির মালিক দাবী করে সংবাদ সম্মেলন

বৈদেশিক মুদ্রা ও নগদ টাকাসহ ছয়জন প্রতারক চোর আটক ফুলবাড়ীতে সাহায্য চাইতে গিয়ে প্রতারনা চুরি

হরিপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

৯৯৯ নম্বরে কল করে প্রাণে বাচঁলেন জিল্লুর

রাণীশংকৈলে গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কংগ্রেস দলের মতবিনিময় সভা

ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা একজন সুস্থ্য মা’ই পারে সুস্থ্য সন্তান জন্ম দিতে

প্রতিশ্রুতি বাস্তবায়নে শেখ হাসিনা অদ্বিতীয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি