Monday , 7 August 2023 | [bangla_date]

উত্তর তরঙ্গ’র পাঠ উন্মোচন অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু কবি সাহিত্যিকদের সাহিত্য চর্চার জন্য দিনাজপুর প্রেসক্লাব উন্মুক্ত করা হয়েছে

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, দিনাজপুরের কবি সাহিত্যিকদের সাহিত্য চর্চার জন্য প্রেসক্লাব উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে যান্ত্রিক যুগে আমাদের সন্তানরা মোবাইল ফোনে, ফেসবুকে, ইউটিউবে ও ইন্টারনেটে যেভাবে ঝুঁকে পড়ছে তাতে নৈতিকতা, মানবতা, মমত্ববোধ হারিয়ে যাচ্চে। এসবকে ধরে রাখতে সাহিত্য চর্চা প্রয়োজন রয়েছে।
উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ দিনাজপুর এর আয়োজনে শনিবার রাতে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে পাঠ উন্মোচন এবং ‘দিনাজপুরের লিটল ম্যাগাজিনঃ প্রেক্ষিত উত্তরাশা’ শীর্ষক আলোচনা, প্রকাশনা পরিচিতি, কবি কন্ঠে কবিতা পাঠ, গানের অনুষ্ঠান ও ৩ গুনি ব্যাক্তিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ দিনাজপুর এর সভাপতি কবি আব্দুল হাই এর সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইতি ইব্রাহিম। আলোচ্যক হিসেবে আলোচনা করেন কবি রনো ভট্টাচার্য, ড. টিটো রেদওয়ান, কবি জ্যাকি ইসলাম ও কবি শৈশব রাজু। অনুভূতি ব্যক্ত করে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট কবি আযাদ কালাম, ফরিদুল আজাদ মিলন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, নাট্য পরিচালক ও কবি সম্বিত সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, কবি জলিল আহম্মেদ। উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের প্রকাশিত উত্তরাশা ৩৫ বছর চতুর্থ সংখ্যা থেকে পাঠ অনুষ্ঠানে কবিতা পাঠ করেন নিরত্তর ফয়সাল, মোঃ মোজেল, শাহজাহান মোহাম্মদ, মমিনুল ইসলাম, কবি নিরঞ্জন হীরা, কমল কুজুর, ইয়াসমিন আরা রানু, কবি আফরোজা আমিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ কবি আমজাদ হোসেন। উত্তরাশা লিটল ম্যাগাজিনের উপর বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক মাসুদ মোস্তাফিজ এর সঞ্চালনায় কবিতায় বিশেষ অবদান রাখার জন্য মাহমুদ আখতার, ছোটগল্পে মাহাবুব আলী ও নাটকে কাশী কুমার দাস ঝন্টুকে ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরন

ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে -রমেশ চন্দ্র সেন

কাহারোলে দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মোকসেদ মিয়া’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন নিউজ পোর্টাল মুক্তির ৭১ নিউজের সম্পাদকের ৪৩তম জন্মবার্ষিকী

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

বীরগঞ্জ উপজেলা যুবলীগ কর্তৃক মেধাবী মাহবুর রহমানকে আর্থিক সহায়তা প্রদান

বীরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মুদি ব্যবসায়ীর মৃত্যু

আটোয়ারীতেও ভার্চুয়ালী প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠান উপভোগ

শেখ হাসিনার হাসির সাথে কৃষকের হাসি এবার একাকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জাতীয় পতাকার মাপ ও উত্তোলনে সঠিক নিয়ম অনুসরণের আহ্বান