Thursday , 24 August 2023 | [bangla_date]

কোন ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না -হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, কোন ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। কারণ শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। ২০০৮ সালে বাংলাদেশের যেই অবস্থা ছিল, আজকে শেখ হাসিনার নেতৃত্বে তার অনেক পরিবর্তন হয়েছে। বদলে গেছে বাংলাদেশ এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি বিষ্ময়কর। তাই তো আমেরিকার এক কংগ্রেসম্যান গত তিন দিন আগে বলেছেন- বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনা উচিত।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছেন। বিএনপি-জামাতের আমলে কৃষকেরা সার পেতে গুলি খেয়ে মরেছে। এখন আর তা হয় না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কৃষকের পিছনে সার-বীজ ঘুরছে। তাই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পর্ন।
২৩ আগষ্ট বুধবার দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের পাঁচকুড় হাজীপাড়া গ্রামে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রায় ৪৩ লাখ টাকা ব্যয়ে “ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ স¤প্রসারণ প্রকল্প (জিডিজেআইপি)” এর আওতায় নবনির্মিত ফুট ওভার ব্রীজসহ সাব মার্জড ওয়্যার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ড. প্রকৌশলী মোঃ এজাদুল ইসলাম এর সভাপতিত্বে ও নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের উপ-সচিব মোরারজী দেশাই বর্মন, প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন তত্তাবধায় প্রকৌশলী, বিএমডিএ, ঠাকুরগাও সার্কেল, প্রকৌশলী রেজা মোঃ নুরে আলম তত্তাবধায়ক প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক, জেডিজেআইপি, বিএমডিএ, ঠাকুরগাও, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, ৮নং শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ ইসহাক চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী রানা প্রমুখ।
উল্লেখ্য, প্রকল্পের প্রভাব ঃ সেচ কাজে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করা যাবে। ৫,০০০ ফুট দৈর্ঘ্যের ভূ-গর্ভস্থ সেচনালা (ইউপিভিসি পাইপ দ্বারা) নির্মান করায় সেচের পানি অপচয় রোধসহ আবাদি জমি নষ্টের হাত হতে রক্ষা পাবে। কৃষকগণ স্বল্প মূল্যে উন্নত সেচ সুবিধা প্রাপ্ত হবে এবং অধিক ফসল উৎপাদন করে তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। এলএলপি’র স্কীমভুক্ত কৃষকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্রতা দুরীকরনে বিরাট ভূমিকা পালন করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন 

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

দিনাজপুর প্রীতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্কাইটেল ঃ রানার্স আপ মৃত্তিকা এন্টারপ্রাইজ

ইমাম ওলামাদের সহযোগিতায় পরিকল্পিত পৌরসভা গড়তে চাই —– রাণীশংকৈলে মেয়র মোস্তাফিজুর রহমান

ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন হতে চান নৌকার মাঝি

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর অর্থায়নে পরিচালিত আদিবাসী বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানী বন্ধ !

ঠাকুরগাঁওয়ে মিনা দিবস পালন

বোদায় ধর্ষণের চেষ্টায় ২ যুবকে আটক

জুলাই আন্দোলনে গু-লি-বি-দ্ধ খানসামার আনারুল: থমকে গেছে ভবিষ্যৎ