Wednesday , 23 August 2023 | [bangla_date]

খানসামায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষার্থী, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষার্থী , শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক , শ্রেষ্ঠ রোভার শিক্ষক এবং কেরাত, হামত/নাত, বাংলা রচনা প্রতিযোগিতা, ইংরেজি রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বিতর্ক (একক), দেশাত্মবোধক, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, লোক সঙ্গীত, জারীগান (দলভিত্তিক), নির্ধারিত বক্তৃতা, লোক নৃত্য, তাৎক্ষণিক অভিনয়ে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার টংগুয়া হাসনাবাগ দ্বিমুখী ফাজিল (স্নাতক) মাদ্রাসা মাঠে এসব শ্রেষ্ঠ ও বিজয়ীদের মাঝে ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও (ভারপ্রাপ্ত) মারুফ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় স‚ত্রে জানা যায়, বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর রায়, মাদ্রাসা পর্যায়ে প‚র্ব ডাঙ্গাপাড়া পাঁচপীর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আঃ আজিজ ও কলেজ পর্যায়ে পাকেরহাট সরকারী কলেজের অধ্যক্ষ সাহাদত আলী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বিদ্যালয় পর্যায়ে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে প‚র্ব ডাঙ্গাপাড়া পাঁচপীর ফাজিল মাদ্রাসা, কলেজ পর্যায়ে খানসামা মহিলা ডিগ্রি কলেজ ও কারিগরি পর্যায়ে পাকেরহাট বিজ্ঞান ও কারিগরি মহাবিদ্যালয়, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বিদ্যালয় পর্যায়ে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উষা রাণী, মাদ্রাসা পর্যায়ে গোলাম রহমান শাহ্ ফাজিল মাদ্রাসার প্রভাষক মাহফুজার রহমান ও কলেজ পর্যায়ে জমিরউদ্দীন শাহ্ বালিকা স্কুল এন্ড কলেজের প্রভাষক তপন চক্রবর্তী, শ্রেষ্ঠ শিক্ষার্থী বিদ্যালয় পর্যায়ে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ আয়াত, মাদ্রাসা পর্যায়ে খানসামা দ্বি-মুখী ফাজিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী আশা মনি ও কলেজ পর্যায়ে খানসামা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রেনু আক্তার। এছাড়াও সহপাঠ্যক্রম কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়রম্যানের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির আর শীতের প্রকোপ বেড়েছে জনজীবন বিপন্ন

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

​প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তজার্তিক স্বীকৃতি চাই ——হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর

বিরলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আটোয়ারীতে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশে কি করা হবে, আর কি করা হবে না সেটা এদেশের জনগণই সিদ্ধান্ত নিবে —–নৌ পরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর দলিল লেখক সমিতির সভাপতি ফেরদৌস, সাধারণ সম্পাদক আইয়ূব

তেঁতুলিয়ায় পিপিআর রোগের টিকাদান কর্মসূচীর উদ্বোধন