Friday , 18 August 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে নির্বাচন কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

ঘোড়াঘাটে নির্বাচন কেন্দ্রের  খসড়া তালিকা প্রকাশ

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃআগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় গত ১৬ আগষ্ট দিনাজপুরের সব উপজেলার ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য ও প্রকাশিত তালিকা থেকে জানা গেছে, গত একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪ ইউনিযনে ২৭টি ও ১টি পৌরসভার ৯টি মিলিয়ে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৩৬ টি। যা দ্বাদশ জাতীয নির্বাচনের প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী ভোট কেন্দ্রের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। তবে ভোট কেন্দ্রের পাশাপাশি বেড়েছে ভোট কক্ষ। গত নির্বাচনে উপজেলায মোট ভোট কক্ষ ছিল ২০৫ টি যা এবার বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ২৪২টি। যার মধ্যে ৪টি ইউনিযনে ১৯৪টি ও ১টি পৌরসভায় ৪৮টি কক্ষ। অপরদিকে গতবারের তুলনায় বেড়েছে ভোটার সংখ্যা। একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ভোটার সংখ্যা ছিল ৯০৬১৫ জন যা এবারের দ্বাদশ জাতীয নির্বাচনে ভোটার বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ১০৫২৯৭ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর আলম জানান, স্থানীয় পর্যায়ে দাবি-আপত্তির জন্য ভোট কেন্দ্রের এ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ভোট কেন্দ্র অপরিবর্তিত রেখে ভোটার সংখ্যা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় ব্যক্তিদের চাহিদার পরিপ্রেক্ষিতে ভোট কেন্দ্রের কক্ষ বেড়েছে। তবে দাবি-আপত্তি নিস্পত্তি শেষে এ সংখ্যা কমবেশি হতে পারে।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, উপজেলা পর্যায়ে সবার সুবিধার্থে ১৬ আগষ্ট বুধবার খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। যা বৃহস্পতিবার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শিত হচ্ছে। ভোটকেন্দ্র নিয়ে কারও কোন আপত্তি বা কোনও কেন্দ্র স্থাপনের দাবি থাকলে এ সংক্রান্ত লিখিত আবেদন করার বিধান রয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে আহ্বায়ক কমিটি এসব আবেদন যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নিবে। ৩১ আগষ্ট পর্যন্ত প্রকাশিত তালিকার ওপর দাবি-আপত্তি নেওয়ার শেষ তারিখ। এসব নিস্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর ও ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মাটি চাপায় ১ শ্রমিকের মৃত্যু

বিরামপুরে হিমু’র পরিবার পেলেন মানবিক অনুদান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র‌্যালী ও সেমিনার

পঞ্চগড়ে লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রি করছেন দেড় হাজার ব্যবসায়ী’

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র

দিনাজপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা

ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ একটি সরকারের চলমান প্রক্রিয়া– রাণীশংকৈলে জেলা প্রশাসক মাহবুবুর রহমান

বর্ণিল সাজে ও উৎসবে হাবিপ্রবিতে বাংলা নববর্ষ উদযাপন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সম্মেলন