Friday , 11 August 2023 | [bangla_date]

ডেইরী ক্যাসেল ফার্ম পরিদর্শনকালে ড. নাহিদ রশীদ প্রাণি সম্পদের উন্নয়নে বর্তমান সরকার যথেষ্ট অন্তরিক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ বলেছেন, প্রাণি সম্পদের উন্নয়নে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক। তৃণমূল পর্যায়ে “ডেইরী ক্যাসেল” ফার্মের মত একটি গাভীর ফার্ম থাকতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। আমরা জানি এইসব ডেইরী ফার্মের অনেক সমস্যা রয়েছে তা সমাধানের জন্য আমাদের এখানে আসা। বাস্তবচিত্র দেখে গেলাম এবং আমরা সন্তুষ্ট হয়েছি। আমার বিশ্বাস সরকার এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়াবে।
মঙ্গলবার বিকেলে বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের খৈইলতৈর গ্রামে বাংলাদেশ সরকারের প্রাণি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত “ডেইরী আইকন” পদক প্রাপ্ত প্রতিষ্ঠান ডেইরী ক্যাসেল ফার্ম পরিদর্শনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ডেইরী ক্যাসেলের স্বত্ত¡াধিকারী ও পাবনা সুইটস এর স্বত্ত¡াধিকারী শ্যামল কুমার ঘোষ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ এমদাদুল হক তালুকদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব শাহিনা ফেরদৌসী, যুগ্ম সচিব নিলুফার আক্তার, সিটিসি-এলডিডিপি ড. মোঃ গোলাম রাব্বানী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (উপ-সচিব) মুফতি মাহামুদ উল্লাহ মারুফ। এছাড়া দিনাজপুরের সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, জেলা ভ্যাটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা, বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার, বিরল প্রাণিসম্পদ অফিসার ড. শফিউল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, পরিচালক মোছাদ্দেক হুসেন ও সুজা-উর-রব চৌধুরী, রেস্তোঁরা মালিক সমিতির সাধারন সম্পাদক মাজেদুর রহমান দুলাল, দিনাজপুর ডেইরী এসোসিয়েশনের সভাপতি শেখ নাসিম কচি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। ডেইরী ক্যাসেল ফার্মের পরিবারের সদস্যদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও-১ আসনের নৌকা মার্কার প্রার্থী নির্বাচনী বিশাল জনসভা হাজারো মানুষের ঢল

পীরগঞ্জে ১ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

তেঁতুলিয়ায় ইউনিয়ন ট্যাক্স বৃদ্ধি শুকনো মরিচ কেনা-বেচা বন্ধ, বিপাকে কৃষকরা

পাড়িয়া’র সরকারী রাস্তার গাছ চুরির বিষয়টি বর্তমানে আলোচিত সংবাদ”

পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান ও সমাবেশ

চিরিরবন্দরে কোরবানির জন্য সাড়ে ২৮ হাজার পশু প্রস্তুত

মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পেলো বাংলাদেশ

মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পেলো বাংলাদেশ

প্রতিমা ভাংচুর বাড়ী-ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ

খানসামায় মাদকসেবীর ৪ মাসের কারাদন্ড

বীরগঞ্জে ১৬৩ মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি