Tuesday , 15 August 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সামগ্রী পেল অসহায় দরিদ্ররা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ দিবস উদযাপন উপলক্ষে অসহায় গরীব ও দু:স্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পঞ্চগড় ১৮ ব্যাটালিন। একই সাথে শতজন অসহায় গরীব পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন তারা। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন আয়োজনের মধ্যে দিবসটি পালন করে বিজিবি।

উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর বিওপি এলাকায় ভুতিপুকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত গরীব ও দু:স্থ মানুষদের মাঝে দেয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা। অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ৩২০ জন গরীব ও দু;স্থ শ্রেণির মানুষ বিনামূল্যে এ চিকিৎসা পান।

বিকেলে নিজস্ব ব্যবস্থাপনায় ১০০ গরীব-দু:স্থ পরিবারকে চাল, ডাল, চিনি, তেল ও আলু প্রভৃতি খাদ্য সামগ্রী বিতরণ করেন পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো.যুবায়েদ হাসান (পিএসসি) ও সহকারি পরিচালক জামাল উদ্দিন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মসলেম উদ্দিন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী পেয়ে নুরজাহান বেগম, শতবর্ষী সোলেহা খাতুন, নেহার বানু ও সমারি বেগমসহ কয়েকজন জানান, খুব অভাবের কারণে কষ্টে দিন কাটছে। শোক দিবসে বিজিবি আমাদের খাবারসহ বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে। টাকা ছাড়াই ডাক্তার দেখিয়ে ঔষুধ নিতে পেরে খুব ভালো লাগতেছে। বিজিবির এ উপকার কখনোই ভুলবো না। বিজিবিকে ধন্যবাদ।

একই কথা বলেন পুরুষ উপকারভোগী শতবর্ষী এমার উদ্দিন, সত্তরোর্ধ মজিবর রহমান, নশিদুল হক ও প্রতিবন্ধী রিয়াজুল। তারা বলেন, খাদ্য সামগ্রী পেয়ে অনেক উপকার পেলাম। এ এলাকার অনেকে সকালে চিকিৎসা পেয়ে উপকৃত হয়েছে। আল্লাহ্ বিজিবিকে ভালো করুক। আর বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি দোয়া করছি।

এদিকে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালনে সকালে ব্যাটালিয়নের সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা, পবিত্র কুরআন খতম, মোনাজাত, ব্যাটালিয়নের মাল্টিপারপাস শেডে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর আলোচনা সভা এবং জাতির পিতা কর্তৃক প্রদেয় ভাষণ ও আত্মজীবনীমূলক প্রামাণ্যচিত্র ও বাংলাদেশ রাইফেলস এর ৩য় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধুর দেয়া ভাষণ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫২৭ টি প্রাণীকে চিকিৎসাসেবা প্রদান

বীরগঞ্জ ইমারত শ্রমিকদেরকে প্রধান উপদেষ্টা বিএনপির নেতার ঈদ সামগ্রী বিতরন

সাপাহারে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বীরগঞ্জে বিভিন্ন আক্রান্তদের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ

পৌরসভা নির্বাচন মেয়র পদে ঠাকুরগাঁওয়ে ৭ জন, রানীশংকৈলে ১২জনের মনোনয়ন পত্র দাখিল

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক  সমিতির বার্ষিক সাধারন সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারন সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন

বীরগঞ্জে পচা-বাসী ও অস্বাস্থ্যকর খাবার রাখায় মুকবুল হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ফুলবাড়ীতে জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা জ্ঞাপন

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে