Tuesday , 15 August 2023 | [bangla_date]

দিনাজপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আদর্শ মহাবিদ্যালয়ে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১১টায় আদর্শ মহাবিদ্যালয় দিনাজপুর আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আদর্শ মহাবিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ মহাবিদ্যালয়ের উপাধ্যাক্ষ হাসিনা আক্তার বানু। পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষক জুলাইখা গুলসান আরা, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ নুরে আলম সিদ্দিক, ছাত্রলীগ আদর্শ মহাবিদ্যালয় শাখার আহবায়ক মির্জা আল ফায়েদ রাদেন প্রমুখ। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রাজিয়া সুলতানা ও শিক্ষার্থী আনিকা তাবাসসুম মিথিলা। আলোচনা সভার দ্বিতীয় পর্বে জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ ইয়ার হোসেন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোছাঃ রুবি আফরোজ ও প্রভাষক তনুজা শারমিন। অপরদিকে দিনটিকে স্মরনীয় করে রাখতে আদর্শ মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে সকল শিক্ষক একটি করে সুপারি গাছের চারা রোপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও