Wednesday , 16 August 2023 | [bangla_date]

দুই কর্মকর্তা ছুটিতে,অফিস তালাবদ্ধ, ভোগান্তীতে সাধারণ মানুষ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভুমি অফিসের দুই উপ-সহকারী ভুমি কর্মকর্তা এক সাথেই ছুটিতে থাকায় ইউনিয়ন ভুমি অফিসটি ছিল তালাবদ্ধ। এতে সাধারণ মানুষেরা সেবা নিতে এসে বেশ ভোগান্তীতে পড়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভুমি অফিসটি তালাবদ্ধ। অফিসের বারান্দার ইলেকট্রিক বাল্পটি সুইচ অন করানো রয়েছে।

জানা গেছে, ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভুমি অফিসে দুইজন উপ-সহকারী ভুমি কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা রেজাউল করিম অসুস্থজনিত কারণে ১৫ দিনের ছুটি নিয়েছেন। রেজাউল করিমের ছুটি নেওয়ার কারণে অপর ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা আতাউর রহমান একাই অফিস পরিচালনা করছিলেন। কিন্তু তিনিও হঠাৎ করেই গতকাল বুধবার অফিসে আসেনি। তিনি অফিসে না আসায় অফিসটি ছিল তালাবদ্ধ। অফিস তালাবদ্ধ থাকায় অনেক সেবাগ্রহিতা সেবা নিতে এসে বাড়ী ফিরে গেছেন। অনেকে জমি রেজিষ্টি করার জন্য খাজনা দিতে এসে ঘুরে গেছেন। কেউ বা আবার খারিজ সংক্রান্ত কাজে এসে ঘুরে গেছেন।

অফিস বন্ধ দেখে এ প্রতিবেদক দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা আতাউর রহমানের মুঠোফোনে ফোন দিলে তিনি জানান, তিনি ছুটি নিয়ে তার নিজ জেলা নওগাঁয় এসেছেন। তার মামলার তারিখ রয়েছে তাই।

এদিকে ভুমি অফিসটি তালাবদ্ধ থাকায় অনেক সেবাগ্রহিতা দীর্ঘসময় অফিস খোলার অপেক্ষায় থেকে বাড়ী ফিরে গেছেন। সেবাগ্রহিতা এনামুল হক বলেন, চেকপোস্ট গ্রাম থেকে তিনি সকাল ১০টায় এসেছেন একটি খাজনার চেক কাটার জন্য। কিন্তু বেলা ১২টা প্রযর্ন্ত অপেক্ষা করেও ভুমি অফিস না খোলায় তিনি বাড়ী ফিরে এসছেন। একইভাবে জগদল গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, সরকারী অফিস এভাবে বন্ধ থাকবে এটা মেনে নেওয়া যায় না। বুধবার ছাড়া জমি রেজিষ্ট হয় না। আজ বুধবার তাই জমির খাজনা দিয়ে চেক নিতে এসেছি। খাজনার চেক নিয়ে ৫শতক জমি অন্যের কাছে বিক্রি করেছি। তা রেজিষ্টি দিব। অথচ অফিসটি বন্ধ। ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন,তার মতো প্রায় দশজন মানুষ সেবা না পেয়ে ভুমি অফিস থেকে ঘুরে গেছেন।

রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইন্দ্রজিত সাহা জানান, ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা আতাউর রহমান মৌখিক ছুটিতে তার গ্রামের বাড়ী নওগাঁতে রয়েছেন। অফিস বন্ধের বিষয়টি নিয়ে তিনি বলেন, অফিসটি খোলার জন্য লোক পাঠানো হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা।। পীরগঞ্জ উন্নয়ন বাস্তবায়ন কমিটি গঠন

রবিবার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান. রাণীশংকৈলে ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে বিদ্যালয়

ঠাকুরগাঁওয়ে Evaly’র পরিচালক রাসেল ও তার স্ত্রীর নাসরীন’র নামে প্রতারণা’র মামলা দায়ের

গরীব মানুষদের ঋণ দেওয়ার নামে চেক নিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

দিনাজপুরের বোচাগঞ্জ এ কেমন শ’ত্রুতা রাতের আধারে গাছ ক’র্তন

দিনাজপুরে বিচারপ্রার্থীগণের জন্য নির্মিত বিশ্রামাগার“ন্যায়কুঞ্জ”র ভিত্তিপ্রস্তর স্থাপন

৭ই মার্চের বক্তব্যই সশস্ত্র সংগ্রামের নির্দেশনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জোটে যদি মোটে একটি পয়সা,খাদ্য কিনিও ক্ষুধার লাগি— দুটি যদি জোটে–ফুল কিনিও হে অনুরাগী

দিনাজপুর জেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মহাসড়কে সৌন্দর্য ছড়াচ্ছে প্রকৃতি রাঙানো জারুল ফুলের পসরা