Tuesday , 1 August 2023 | [bangla_date]

পীরগঞ্জে শ্মশান ঘাট দখল মুক্ত করার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের বোলদিয়ারা শাহাপুকুর কেন্দ্রীয় শ্মশান ঘাট দখল মুক্ত করার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের পাঁচ গ্রামের নারী পুরুষ। মঙ্গলবার দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের কলিযুগ গ্রামে বিক্ষোভ মিছিল শেষে শাহাপুকুর কেন্দ্রীয় শ্মশান ঘাটে এ মানববন্ধন হয়। এতে বোলদিয়ারা, মাটিয়ানী, দক্ষিণ মালঞ্চা, গোলন্দগাঁও, কলিযুগ গ্রামের হিন্দু সম্প্রদায়ের প্রায় দুই’শ নারী পুরুষ এতে অংশ নেয়।
প্রায় দেড় ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, ৪.৭২ একর আয়তনের বোলদিয়ারা শাহাপুকুর কেন্দ্রীয় শ্মশান ঘাটটি হিন্দু সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে মরদেহের সৎকার ও কবর দেয়ার কাজে ব্যবহার করে আসছে। এরই মধ্যে জনৈক কর্মনাথ, কৈলাশ, দেরবারু, মোস্তা সহ কিছু লোক শ্মশন পুকুর পাড়ের শ্মশান ঘাটের মাটি মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে দিয়েছেন। অনেক নিজ দখলে নিয়ে চাষাবাদ করার পাশাপাশি গাছও রোপন করেছেন। তারা সেখানে মারদেহ সৎকারে বাঁধা দিচ্ছেন বলেও অভিযোগ করেন বক্তারা। অবিলম্বে তারা শ্মশান ঘাটটি অবৈধ দখল মুক্ত করার দাবী জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বোলদিয়ারা শাহাপুকুর কেন্দ্রীয় শ্মশান ঘাটের ভারপ্রাপ্ত সভাপতি নিতেন রায়, জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক বকুল চন্দ্র রায়, বাংলাদেশের কমিউিনিট পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোতুর্জা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি বিষ্ণুপদ রায়, সাংবাদিক বাদল হোসেন, উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি রতন রায় প্রমূখ।
অভিযোগ বিষয়ে কর্মনাথ রায় জানান, শ্মশান ঘাটের কোন জমি তিনি দখল করেননি। শাহাপুকুর পাড় তাদের ব্যক্তি মালিকানার জমি। সেখানে চাষাবাদ সহ গাছরোপন করেছেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জমির বিবাদ নিয়ে সংঘর্ষে ৬ জন গুরুতর আহত

উবর্শী সংগীত শিক্ষা নিকেতনে জেলা নির্বাচন অফিসার মেধার বিকাশ ঘটাতে পড়াশোনার পাশাপাশি বিনোদন চর্চা করতে হবে

কৃষি উৎপাদনের সাথে সঙ্গতি রেখেই এবার ক্রয় মূল্য নির্ধারিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে অটো চালকের মরদেহ উদ্ধার !

বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত রেল সংযোগ স্থাপন -রেলপথ মন্ত্রী

সেই মনি-মুক্তার জন্মদিন পালন

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে গোলাম মোস্তফা সভাপতি ও বিকাশ দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত

বাজার নিয়ন্ত্রণে পাকেরহাটে ধান ও চাল ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

বোচাগঞ্জে ফিরোজ্জামান স্মৃতি ক্রিকেট লীগ উদ্বোধন

বীরগঞ্জে কৃষি মন্ত্রীকে ফুলেল শুভেচছা ও কৃষকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করে জাতীয় যুব শ্রমিকলীগের নেতৃবৃন্দ