Tuesday , 8 August 2023 | [bangla_date]

বর্ষার সময়ে মাটি-কাঁদার রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ,সংস্কার নাই

বীরগঞ্জ প্রতিনিধি \স্বাধীনতার দীর্ঘদিন পার হলেও এখনও মাটির রাস্তা আজও পাকা হয়নি।কাটেনি চলাচলকারী মানুষের দূর্ভোগ। দীর্ঘদিন ধরে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে গেলেও আশ্বাস ছাড়া কোন কাজ হয়নি। বর্ষার সময়ে সামান্য বৃষ্টিতে রাস্তা কাঁচা হওয়ায় কাদাঁর সৃস্টি হয়। এতে এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং কৃষক প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ে। এসময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশেষ করে অসুস্থ রোগীদের ক্ষেত্রে আরও দুর্ভোগে পড়তে হয়।
এ অবস্থা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউপির ভাবকী গ্রামের রহিম বখস উচ্চ বিদ্যালয় হতে সিতলাই গ্রাম পর্যন্ত প্রায় ২কিলোমিটার রাস্তার এই অবস্থা। এই রাস্তা দিয়ে কালাপুকুর, ভাবকী,সিতলাই গ্রামের মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। প্রতিবছর বর্ষাকালে এ ধরণের সমস্যা সৃষ্টি হলে সমাধানের জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
এ ব্যাপারে ক্ষুদ্ধ এলাকাবাসী মোঃ আমীন ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এমন বেহাল দশা এই রাস্তার। সামান্য বৃষ্টিতে রাস্তায় কাঁদা জমে যায়। এতে এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং কৃষক প্রতিনিয়ত দুর্ভোগে পড়ে। অসুস্থ রোগীদের ক্ষেত্রে আরও দুর্ভোগে পড়তে হয়। দীর্ঘদিন ধরে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে গিয়ে কোন কাজ হয়নি।
একই কথা জানিয়ে মোঃ মিনারুল ইসলাম জানান, বর্ষাকালে রাস্তায় বৃষ্টির পানি জমে কাদা এবং গর্তে সৃষ্টি হয়। ফলে মানুষ চলাচলে মারাত্মক সমস্যা হয়। বিশেষ করে কৃষি পন্য পরিবহনে এবং বিদ্যালয়ের শিক্ষার্থী এবং হাট বাজারে যাওয়া পথচারীরা নাজেহাল অবস্থায় পড়ে।
এ ব্যাপারে ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু বলেন, জনসংখ্যার বাড়ার ফলে ইউনিয়নের প্রতিটি রাস্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আমার ইউনিয়র পরিষদের প্রতিটি সড়ক পাকা করণের জন্য আবেদন জানিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। কিন্তু এখনও সাড়া পায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও