Friday , 25 August 2023 | [bangla_date]

বাংলাদেশ ন্যাজারীণ মিশন কৃষি ও জীবিকায়ন প্রকল্পের উদ্দ্যোগে বিরল উপজেলার ৬শ কৃষক ও ৮শ আত্ত সহায়ক দলের নারী সদস্যদের মাঝে শাক সবব্জি বীজ ও গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার\ গত ২৩ আগষ্ট বুধবার বাংলাদেশ ন্যাজারীণ মিশন কৃষি ও জীবিকায়ন প্রকল্প আয়োজিত বিরল উপজেলার ৮নং-ধর্মপুর ইউনিয়নের মাধ্যমে শুরু হওয়া ৬শ কৃষক ও ৮শ আতœ সহায়ক দলের নারী সদস্যদের মাঝে শাক সবব্জি বীজ ও গাছের চারা বিতরণ কার্যক্রম গতকাল ২৪ আগস্ট বৃৃহস্পতিবার ১২নং-রাজারামপুর ইউনিয়নে বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়েছে। সকাল ১১টায় রাজারামপুর ইউনিয়নের শালতলা মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ ন্যাজারীণ মিশন এর ডিস্ট্রিক সুপারিনটেনডেন্ট নর্থ ডিষ্ট্রিক, দীপঙ্কর রায়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি রাজারামপুর ইউনিয়ন চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য সুমন চন্দ্র রায় কৃষক ও নারী সদস্যদের মাঝে গাছের চারা ও শাক সবজি বীজ বিনামূল্যে বিতরণ করায় ন্যাজারীণ মিশনকে ধন্যবাদ জানানোর পাশি পাশি কৃষক দল এবং আতœ সহায়ক দলের নারী সদস্যরা যাতে নিজেদের উন্নতি ও দেশের কল্যানে অবদান রাখতে পারে সে ব্যাপারে তাদের ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে সথাসাধ্য সহযোতিা করার অশ্বাস প্রদান করেন। এছাড়া সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে পলাশ চন্দ্র শীল, মোছাঃ আয়েশা খাতুন, মোঃ আফজাল হোসেন, প্রকল্প কর্মকর্তা সুবাস কুজুর, প্রকল্প কৃষিবিদ সন্দীপ কুমার, জেন্ডার ইনক্লুজন অফিসার বিজলী রানী, সহকারী কৃষিবিদ জীবন কুমার মন্ডল, পুষ্টিবিদ মনিকা খাতুন স্বর্ণা প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিটি কৃষক ও আত্ম সহায়ক নারী দলের সদস্যরা ১টি মেহগনি, ১টি থাই পেয়ারা ও ১টি কার্টিমন আমের চারা গাছ পাওয়ার পাশাপাশি তীর ব্রান্ডের ৮ ধরনের শাক সবজির প্যাকেট বীজ পেয়েছে। যার মধ্যে কলমিশাক ১৫গ্রাম, পুইশাক ১০গ্রাম, ঝিঙ্গা ২.৫গ্রাম, চালকুমড়া ২.৫গ্রাম, ঢেড়শ ২০ গ্রাম, বরবটি ৫গ্রাম, মিষ্টি কুমড়া ৩গ্রাম ও লাউ বীজ ৬গ্রাম রয়েছে। প্রকল্পের উদ্দেশ্য- জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা দূরীকরনে বেশী বেশী বৃক্ষ রোপনে জন সাধারণকে সচেতন করার পাশাপাশি তাদের উৎসাহ প্রদানের মাধ্যমে সচেষ্ট রাখা। উল্লেখ থাকে যে, কম্পাশনেট মিনিষ্ট্রিজ অব ন্যাজারীন কানাডা ওসিএফফুড গ্রেইন ব্যাংক কানাডা এর যৌথ আর্থিক-সহযোগিতায় বাংলাদেশ ন্যাজারীণ মিশন, কৃষি ও জীবিকায়ন প্রকল্পটি ২০২১ সাল থেকে দিনাজপুর জেলাধীন বিরল উপজেলার ১২নং-রাজারামপুর ও ৮নং-ধর্মপুর ইউনিয়নে উন্নত খাদ্য নিরাপত্তা ও জীবন জীবিকার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইসরাইলী আগ্রাসন বন্ধ-নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যা বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ওয়ার্কর্স পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুর শহরে কুকুরের  কামড়ে আহত ৬

দিনাজপুর শহরে কুকুরের কামড়ে আহত ৬

সেলুন শ্রমিককে অর্থদন্ড করলেন ইউএনও,পরিশোধ দিলেন সাংবাদিক

দিনাজপুরে উপজেলা প্রাণিসম্পদ এর উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কাহারোলে শিক্ষক মুক্তিয়ারার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা অব্যাহত

হরিপুরে প্রতিবন্ধী শিশু কেয়ামনি হুইল চেয়ার পেয়ে আনন্দিত

দিনাজপুরে বইমেলা পরিদর্শন কালে প্রবীন কবি ফাতেমা বেগম

গরীব মানুষের বিচার নাই টাকা ছাড়া উপায় নাই