Thursday , 31 August 2023 | [bangla_date]

বিরলে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

বিরলে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম  বাস্তবায়নে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

বিরল (দিনাজপুর) \ দিনাজপুরের বিরলে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার এর সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহ জহরুল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসস্তফা হাসান ইমাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, সমাজসেবা অফিসার আনিসুর রহমান, উপজেলা আইসিটি দপ্তরের সহকারী প্রোগ্রামার জাকির হোসেন, সোনালী ব্যাংক লিঃ বিরল শাখার প্রিন্সিপাল অফিসার সৈয়দ সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এম এ কুদ্দুস সরকার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত