Saturday , 19 August 2023 | [bangla_date]

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দিনাজপুরে বিএনপির পদযাত্রা

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে দিনাজপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপি ও সকল অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৪টায় জেল রােডস্থ দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, দিনাজপুর বিএনপি সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল প্রমূখ।
সমাবেশ শেষে জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশের আগে বিভিন্ন উপজেলা হতে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা দলীয় সামনে পদযাত্রা ও সমাবেশে যোগ দেয়।
পদযাত্রায় জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু আলহাজ মাহবুব আহমেদ মোজাহারুল ইসলাম আলহাজ্ব সুলাইমান মোল্লা, অধ্যক্ষ খোরশেদ আলম মতিসহ সকল সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদক আ ন ম বজলুর রশিদ, শাহিন সুলতানা বিউটিসহ সকল যুগ্ম সম্পাদক, সম্পাদক মন্ডলীর অন্যান্য সদস্য ও বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগের কমিটি না থাকায় ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণহীন রানীশংকৈল ছাত্রলীগ

হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি প্রার্থী উপাধ্যক্ষ জামাল উদ্দীন

শুভ সভাপতি-অপূর্ব সম্পাদক পীরগঞ্জ ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ উপজেলার ইউনিয়ন ভিত্তিক টিকা প্রদানের সুচি

কাহারোলে সরকার ঘোষিত মূল্যে মিলছে না গ্যাস সিলিন্ডার

দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে ৬দিন আমদানি রপ্তানি বন্ধ

বীরগঞ্জে পেটে বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা

কাঞ্চনকলোনী প্রিমিয়ার লীগ উদ্বোধনী প্রীতি ম্যাচে বিজয়ী মা এন্টারপ্রাইজ

নাট্য সমিতির পদক প্রাপ্তি উৎসবে আসুদুজ্জামান নূর এমপি সাংস্কৃতিক মূল্যবোধের চেতনায় আমাদের প্রজন্মদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে